বাংলাদেশের একমাত্র সাইন্টিফিক কাব্যের জনক ( সায়েন্স ফিকশনের মতো এইটারে সায়েন্স পোয়েট্রি বলা যায় ) ব্লগের বহুমূখী প্রতিভা সম্পন্ন লেখক সারওয়ার চৌধুরীর সকল বই , বইমেলার স্টল থাইকা সরাইয়া নেয়া হইছে দেইখা আমি খুব বিমর্ষ হইলাম ।
ইতিমধ্যে জেবতিক ভাই আর মনিটর ভাইয়ের কাছ থেকে কমেন্ট দেইখাও আমি পুরা বিশ্বাস করি নাই , কিন্তু আজকে নিজে শুদ্ধস্বরের স্টলে গিয়া দেখলাম সারওয়ার ভাইয়ের পুরানা দুইটা বইয়েরই কোন হদিস নাই ।
শুদ্ধস্বর থাইকা কিনলাম মাহবুব লীলেনের মাংসপুতুল , নজমুল আলবাবের নতুন বই - বউ বাটা বলসাবান । কিন্তু সারওয়ার ভাইয়ের কথা বললেই কইল , ওর বই আর বেচব না ।
বিশ্বাস না হয় সারওয়ার ভাই নিজে একজন লোক পাঠাইয়া গুপনে খবর নিতে পারেন ।
সারওয়ার ভাইয়ের বিরুদ্দে এইরকম চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


