মহান মুক্তিযুদ্ধের এবং নানাবিধ সংগ্রামে শহীদদের জন্য আমাদের অনেক স্তম্ভ আছে । সাভারের জাতীয় স্মৃতিসৌধ , কেন্দ্রীয় শহীদমিনার , শিখা চিরন্তন , শিখা অনির্বান , বুদ্ধিজীবি স্মৃতি সৌধ এই সব আমাদেরকে সবসময় আমাদের চেতনারে নাড়া দেয় , জাগ্রত রাখে ।
আরেকটি স্তম্ভ করা দরকার আমাদের ।
সেইটা হইলো " ঘৃণা স্তম্ভ " ।
যে কুলাঙার রাজাকারের বাচ্চারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছিল , গনহত্যা করছিল তাদের জন্য এই স্তম্ভ । এই স্তম্ভে গিয়া ফুল দেয়া হবে না , সবাই তাদের পুরাতন ব্যবহৃত জুতাগুলা সেইখানে গিয়া জমা দিবে । ( তবে নিজামী -গুআ- কামরুজ্জামান গিয়া যদি ফুল দিতে চায় তাইলে তাদের বাধাও দেয়া হবে না )
এই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্ঠি আকর্ষণ করিতেছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


