somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ানমারের দাঙ্গা : দায় কি শুধুই বাংলাদেশের ?

১৩ ই জুন, ২০১২ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপডেট:
নতুন করে মায়ানমারের রাখাইন প্রদেশে (প্রাক্তন আরাকান) দাংগা ছড়িয়ে পড়েছে। এপর্যন্ত্য বিশ্বস্ত সুত্রমারফত জানা গেছে ৮০ জনের উপরে নিহত হয়েছেন। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন দাংগার জন্য তার সরকারের দায় স্বীকার করেছেন বিবিসির সা্ক্ষাতকারে। নতুন করে সেখানে দাংগার কারনে বাংলাদেশে রোহিংগা অনুপ্রবেশএর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ১৬ কোটি মানুষের নিরাপত্তা ও দেশের স্বার্থে আমাদেরকে সচেতন থাকতেই হবে এবং বাংলাদেশকেও তার পুর্বের অবস্থানে ঠিক থাকতে হবে। আমাদের সরকারের পুর্ববর্তি অবস্থানের কারনেই এবার হিউম্যান রাইটস ওয়াচ দাংগা বন্ধের জন্য লজ্জার খাতিরে হলেও মিয়ানমার সরকারকে মিউ মিউ করে চাপ দিচ্ছে এটাই আমাদের অর্জন।
.....................................................................................................

বাংলাদেশ সীমান্তবর্তী মায়ানমারের আরাকান প্রদেশে গত কয়েকদিনের দাংগায় অনেক মানুষ আহত ও নিহত হয়েছে এবং অনেক বাড়ীঘর জ্বালিয়ে দেয়া হয়েছে সেটা বিক্ষিপ্ত নিউজ মারফত আমাদের জানা। সেখানে আসলে কি ঘটেছে বা কতটুকু ভয়ংকর অবস্থা তা সেখানকার সরকারের নিয়ন্ত্রিত সংবাদ প্রকাশের কারনে ভালকরে আমরা এখনও জানতে পারিনি। আর মায়ানমার সরকার দাঙ্গা পরিস্থিতির উত্তরনের জন্য ভালমতই চেষ্টা চালিয়ে যাচেছন সেটাও এখন অনেকটাই পরিষ্কার।

মায়ানমারের আরাকান এর রোহিঙ্গা জনগোষ্ঠির সংখ্যা বর্তমানেই অনধিক ১০ লাখ, যারা ধর্মের দিক দিয়ে মুসলিম এবং সংখ্যালঘু। যারা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধধর্মাবলম্বি রাখাইনদের সাথেই গত প্রায় কয়েক শতাব্দিযাবত বসবাস করে আসছে। আজথেকে ২০ বছর আগে একবার এই উভয়জনগোষ্ঠির দাংগাজনিত পরিস্থিতির কারনে প্রায় ৫ লক্ষাধিক রোহিঙ্গা আমাদের দেশে পালিয়ে এসেছিলো, যার সিংহভাগই আর কখনও সেদেশে ফেরত যায়নি। বাংলাদেশে থেকে যাওয়া এই রোহিংগা জনগোষ্ঠি আমাদের জন্য "গোদের উপর বিষফোঁড়া" অবস্থার সৃষ্টি করেছে। জাতিসংঘ ও এর অংগসংস্থাগুলির নপুংসক আচরন আমাদের মত গরিব দেশকে ততোধিক বিপর্যয়কর অবস্থার মুখে রেখেছে আজ প্রায় ২০ বছরেরও অধিককাল।

আজ হতে কয়েকশত বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল এবং মায়ানমারের আরাকান অঞ্চল একই শাষনাধীন এলাকা ছিলো তাই মানুষ জীবিকার প্রয়োজনে এদেশ থেকে ওদেশে মাইগ্রেট করেছে। আবার সেখান থেকেও মাইগ্রেট করে আমাদের এখানে এসেছে। উদাহরনসরূপ বলা যায় পার্বত্যাঞ্চলের উপজাতি জনগোষ্ঠি এবং বরিশাল অঞ্চলের কুয়াকাটার উপজাতি জনগোষ্ঠি। আজ আমরা যদি বলি ওরা বাংগালী নয় তাই তাদেরকে এদেশ থেকে তাদের পূর্বের ঠিকানায় চলে যেতে হবে, তা কি কোন যৌক্তিক কথা হবে ? কোন মতেই তা হবে না। যুগ যুগ এদেশে বসবাসের কারনে সবাইই বাংলাদেশী হয়ে গেছে। এটা সবাইকেই মেনে নিতে হবে এবং আমরা বাংগালীরা তা মেনে নিয়েছি। সবচাইতে বড় কথা যখন এসমস্ত মাইগ্রেশন ঘটেছে তখন তা একই দেশের ভিতরেই ঘটেছে।

গত কয়েকদিনের আরাকানের দাংগাজনিত কারনে রেহিংগা জনগোষ্ঠির অনেকেই পালিয়ে বাংলাদেশে এসেছে বা আসতে চাচ্ছে যা সেখানকার বিপর্যয়কর অবস্থারই নির্দেশক। বাংলাদেশের বর্ডারগার্ড ও কোষ্টগার্ড এনিয়ে খুবই কঠোর সিমান্তটহলের ব্যাবস্থা নিয়েছে তাও আমরা পত্রিকা মারফত জেনেছি। বাংলাদেশের সরকারও তার অবস্থান পরিষ্কার করে বিবৃতি দিয়েছে। মোটকথা বাংলাদেশে নিজের জনসংখ্যা নিয়েই যেখানে জটিল সমস্যা আক্রান্ত সেখানে নতুন কাউকে গ্রহন করতে প্রস্তুত নয়। সর্বোপরি রোহিঙ্গারা এদেশে শরনার্থি হিসেবে আসছে না, তাদের উদ্দেশ্য এদেশে স্থায়ীভাবে থাকা, যাদেরকে আমাদের এখানকার ধর্মান্ধএকটি গোষ্ঠি মদত দিয়ে যাচ্ছে। আর না বুঝে ছাগলের তিননম্বর বাচ্ছার মত কিছু বোকা সমর্থন দিয়ে যাচ্ছে।

ব্লগেও রোহিংগাবিষয়ক জ্বালাময়ী পোষ্টের অভাবও দেখা যাচ্ছে না, যার বেশীরভাগই তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেয়া নিয়ে। মিনিটে মিনিটে নতুন নতুন পোষ্ট প্রসব করা হচ্ছে কান্নাকাটি করে। সাথেসাথে জাতিসংঘের নপুংসক সংস্থা "ইউএনএইচসিআর" রোহিংগাদেরকে আমাদের দেশে ঢুকতে দেয়ার জন্য মায়াকান্নাও শুরু করেছে। আরেকটা মানবাধিকারের ফেরিওয়ালা "হিউম্যান রাইটস ওয়াচ" ও তার সাথে সুর মিলিয়েছে।

এই দুটি সংস্থার কার্যক্রম ও আচরন অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্বরাজনীতি ও ভূরাজনৈতিক অবস্থার পরিবর্তন নিয়ে এদের যে সুদুরপ্রশারী কার্যক্রম আছে তা এখানে বলতে গেলে পোস্টের আকার অনেক বড় হয়ে যাবে। এদের পূর্বের অনেক কার্যক্রমই প্রশ্নবিদ্ধ।

ওদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা দীর্ঘ ২০ বছরেরও বেশী হয়ে যাওয়া কক্সবাজারের রোহিংগাবিষয়ক সমস্যা এখনও সমাধান করতেই পারলেন না, তারউপর এখন নতুন শরনার্থী নেয়ার জন্য বাংলাদেশকে কোন অধিকারে চাপ দেন ? বাংলাদেশ গরীব ও ছোট দেশ তাই তাকে চাপে ফেলা সহজ । মায়ানমার সরকারকে চীনের মাধ্যমে চাপে ফেলে সেখানকার সংখ্যালঘুদেরও উপর নৃশংষতা বন্ধ করার ব্যাপারে আপনাদের কোন কার্যক্রম আছে কি ?

৯০ এর দশকের রোহিংগা শরনার্থী সমস্যার সময়ে বাংলাদেশে এসেছিলো ৫ লাখ রোহিংগা তাদের সামান্যই মায়ানমারে ফেরত গেছে। আর জাতিসংঘের তত্বাবধানে বর্তমানে মাত্র ২৫০০০ রোহিংগা কক্সবাজারের ক্যাম্পে আছে। তারমানে বাকী সাড়ে ৪ লাখ রোহিংগা বাংলাদেশের মানুষের সাথে মিশে গেছে।

আর ব্লগে যারা "মুসলিম-মুসলিম ভাই-ভাই" বলে গলা ফাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন করি। আপনাদের আসল ধান্ধা আমরা মনে হয় ধরতে পেরেছি। আচ্ছা বলুনতো মুসলিম জাহানের কেন্দ্র বলে আমরা যাদেরকে জানি, সেই সৌদি আরব বা আরব দেশগুলি কি তাদের মুসলিম ভাই রোহিংগাদের জন্য কোন কার্যক্রম গ্রহন করেছে ? তারা দু একটি ধমকও কি মায়ানমার সরকারকে দিয়েছে এ ব্যাপারে ? উত্তর হল না দেয় নি। কেন দেয় নি জানেন ? তারা আমাদের মত গাধা নয়। নিজের দেশের স্বার্থ তারা ভাল করেই বুঝে। মিয়ানমারের তেল ও গ্যাস কোম্পানিগুলি মালিকানা কাদের তা জানলে অনেকেই চুপ করে যাবেন।

এবার আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। বাংলাদেশের সীমান্তবর্তী পূর্বভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরায় কয়েক বছর পরপরই বাংগালী খেদাও নামে একটা দাংগাজনিতঅবস্থা প্রায়ই সৃষ্টি করার চেষ্টা হয়। ভারতের জাতীয় একটি দল বিজেপিও মাঝে কয়েকবার ভারতের বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠিকে বাংলাদেশ থেকে আসা বলে অপপ্রচার চালিয়েছিলো এবং সীমান্তরক্ষি বিএসএফ কর্তৃক পুশইন করার চেষ্টা করেছিলো। আজ যদি আবার একই রকম অবস্থার সৃষ্টি করা হয় আপনাদের অবস্থান তখন কি হবে ? নাকি ভারত ও বার্মার সকল নাগরিককে মুসলিম বলে বুকে টেনে নিবেন ?

এব্যাপারে বাংলাদেশ সরকার যে অবস্থান নিয়েছে তাকে সচেতন ও দেশপ্রেমিক সবাই সমর্থন দিবে। তবে শুধু বাংলাদেশ সরকারের এই অবস্থান থাকলেই হবে না, মায়ানমার এর রাষ্ট্রদুতকে প্রেসিডেন্ট ভবনে ডেকে পাঠিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করে দিতে হবে। সাথে সাথে তাদের দেশের বিপর্যয়কর অবস্থার অবসানে তাদের অগ্রগতির ব্যাপারে জানা যেতে পারে।

আজই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপুমনি জাতীয় সংসদে এই পুরো ব্যাপারটা নিয়ে বিবৃতিতে বাংলাদেশের অবস্থান পরিস্কার করে দিয়েছেন। তার বক্তৃতায় অনেকেরই থলের বিড়াল বের হয়ে গেছে। তিনি কি বলেছেন তা নুতন করে এখানে আর বলার দরকার আছে বলে মনে করি না। স্বাধীন দেশের পররাস্ট্রনীতি কেমন হওয়া উচিৎ তার একটা ছিঁটেফোটা নমুনা আজ তার বক্তৃতায় দেখা গেলো। সব ব্যাপারেই ভবিষ্যতে এরকম অবস্থান যেন বাংলাদেশের থাকে সেটা আমরা আশা করব।

সর্বোপরি মায়ানমার স্বাধীন ও সার্বভৌম দেশ তার অভ্যন্তরীন ব্যাপারে চাইলেই যা খুশি আমরা তা বলতে বা করতে পারিনা। তাছাড়া তাদের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। বন্ধুপ্রতিম একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে গায়ে পড়ে ঝামেলা সৃষ্টি করা কোন সুববুদ্ধির মানুষ চাইতে পারে না। আমরা শুধু তাদের কারনে আমাদের এখানে যেন কোন বিপর্যয়কর অবস্থার সৃষ্টি না হয় তা তাদেরেকে মনে করিয়ে দিতে পারি। আর সীমান্ত খুলে দিতে যারা ব্যাকুল তাদের উদ্দেশ্যে বলি সীমান্ত খুলে দেয়ার মানে হল মায়ানমারের সাথে ঘোষনা দিয়ে বৈরীতা শুরু করা যা কোনমতেই কাম্য হতে পারে না। ধর্মের আওয়াজ তুলে সীমান্ত খুলে দিয়ে আমাদের দেশের অর্থনীতির উপর, সমাজব্যাবস্থার উপর নতুন করে চাপ সৃষ্টি করা দেশপ্রেমিক কোন নাগরিক চাইতে পারেন না।

সর্বোপরি, আমার দেশের সার্বভৌমত্ব, অখন্ডতা ও জনগনের নিরাপত্তা অন্য যেকোন কিছুর চাইতে বড়, হোক না সেটা মানবতা।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৬
৪১টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতিপুড়া ঘরে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩০



বাড়ির সামনে লম্বা বাঁধ
তবু চোখের কান্না থামেনি
বালিশ ভেজা নীরব রাত;
ওরা বুঝতেই পারেনি-
মা গো তোমার কথা, মনে পরেছে
এই কাঠফাটা বৈশাখে।

দাবদাহে পুড়ে যাচ্ছে
মা গো এই সময়ের ঘরে
তালপাতার পাখাটাও আজ ভিন্নসুর
খুঁজে পাওয়া যাচ্ছে... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×