শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি যে নেট থেকে কোন কিছু ডাউনলোড করতে Internet Download Manager কতটা কাজের। কিন্তু এটা ইনস্টল করার পর মাত্র ৩০দিন ব্যবহার করা যায়। কোন ভাবে crack file যোগার করা গেলেও হয় তা কাজ করে না; না হয় নানান রকম ঝামেলা পোহাতে হয় হাজার টা স্টেপ অনুসরন করতে।
আর নয় এই অশান্তি। মাত্র ৬ টি সহজ ধাপে সারা জীবনের জন্য এক্টিভ করুন যেকোন ভার্সনের Internet Download Manager. কি বিশ্বাস হচ্ছে না? আরে ভাই ট্রাই করতে তো আর দোষ নাই। চলেন দেখি কি হয়
যা যা লাগবে: ১. IDM ( যে কোন ভার্সনের
২. IDM Crack For Life.exe অথবা জিপ ফোল্ডার
স্টেপ ১: IDM এর যেকোন ভার্সন Install করুন
স্টেপ ২: ইনটারনেট কানেকশন বন্ধ করে দিন
স্টেপ ৩: IDM Crack For Life.exe ফাইলটি open করুন
স্টেপ ৪: click "Update"
স্টেপ ৫: IDM > Help > Check for Update এ click করুন
স্টেপ ৬: আবার IDM crack for life.exe ফাইলটি open করুন এবং click "Start"
ব্যস হয়ে গেল।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



