স্যোশাল মিডিয়া (বিশেষ করে ফেসবুক) ব্যবহার করে অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয় এখন আগের চেয়ে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। আগে আমরা অনলাইনে পণ্য কিনতে ভরসা পেতাম না, এখন সেই তুলনায় ভরসা অনেক বেশি পাই। এর নেপথ্যে যে বিষয়গুলো কাজ করেছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উদ্যোক্তাদের সততা ও স্বচ্ছতা এবং সাধারণ ক্রেতাদের রিভিউ।
এখনো কিছু অসাধু উদ্যোক্তা যে নেই তা নয়। তবে বেশিরভাগ উদ্যোক্তাই চেস্টা করেন সততা বজায় রেখে সর্বোচ্চ সার্ভিস দেয়ার, এতে প্রচুর পজিটিভ রিভিউ এর পাশাপাশি রেফারেল ও রিপিটেড ক্রেতা পাওয়া যায়। এবং ব্যবসা তরতর করে বৃদ্ধি পেতে থাকে।
এক্ষেত্রে আমাদের দেশে এখনো নিত্যকার ব্যবসায় রেফারেল ভিত্তিক আয়ের ক্ষেত্র সেভাবে তৈরি হয়নি। যারা কিছু কাজ করতে চেয়েছে, তাদের বেশিরভাগই MLM বা অপ্রচলিত পন্যের ক্ষেত্রে রেফারেল সিস্টেম কাজে লাগিয়ে এর একটা নেগেটিভ ইম্প্রেশন সৃষ্টি করেছে।
অথচ, আমরা জাতিগতভাবে প্রতিদিনের কাজ-কর্ম, কেনাকাটা সব কিছুতেই রেফারেল সিস্টেম বিনামূল্যে/বিনাপারিশ্রমিকে ব্যবহার করছি...
যেমনঃ আপনি কারও কাছ থেকে একটা পণ্য কিনলেন বা সার্ভিস নিলেন, এতে যদি আপনি সন্তুষ্ট থাকেন তবে এমনিতেই এর পজিটিভ মার্কেটিং শুরু করে দিবেন। বন্ধু-বান্ধব পরিচিত জন যে কারো সাথেই আলাপ আলোচনায় আপনি সেই বিক্রেতার প্রশংসা করবেন। সম্পূর্ণ বিনামূল্যে মার্কেটিং।
কিন্তু, ভাবুন তো আপনি আমার কাছ থেকে কোন পণ্য কিনলেন, এবং আমি আপনাকে একটা কোড দিয়ে দিলাম, এবার আপনার যদি আমার পণ্য ভালো লাগে তাহলে আপনার পরিচিতদের সাথে এর ব্যপারে পজিটিভ কথা বললেন। উনাদের কেউ যদি আমার কাছ থেকে যেকোন পণ্য ক্রয় করার সময় আপনার কোডটি ব্যবহার করে, তাহলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সম্মানী পেয়ে গেলেন। ধরা যাক, মোট বিক্রয় মূল্যের ৩% টাকা মোবাইল রিচার্জ। কারো জন্যই পণ্যের মূল্য কম বা বেশি হবে না। আপনি নিজেও আবার আমার কাছ থেকে যেকোন পণ্য কিনলে ওই পরিমাণ রিচার্জ বা ছাড় পেলেন।
কেমন হবে বিষয় টা? সুচিন্তিত মতামত দিয়ে পাশে থাকবেন আশা করি।
নতুন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছি খেজুর নিয়ে। তবে ইনশাল্লাহ সকল হালাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করার ইচ্ছা আছে।
আমার ফেসবুক পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইলোঃ http://www.fb.com/nnmartfb
খেজুর নিজেরা আমদানি করেছি। আজুয়া আল মদীনা, সাফাওয়ী/কালমী, সুগাই ও মাশরুক মরিয়ম পাওয়া যাবে বাজারের সর্বনিম্ন কম মূল্যে। পাইকারি নিতে পারবেন।
শেষকথা, ৩% বোনাস কম মনে হলেও আসলে কম নয়, আজুয়া আল মদীনার একটা ৫ কেজির প্যাকেট এর মূল্য ২৫০০ টাকা। আপনার রেফারেন্স এ এক প্যাকেট সেল হলেই পেয়ে যাচ্ছেন ৭৫ টাকা মোবাইল রিচার্জ। স্বল্প লাভে পণ্য বিক্রি করলে এর চেয়ে বেশি রেফারেল বোনাস দেওয়া সম্ভব কি?
সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার ও আমার পরিবারের জন্য দোয়ার দরখাস্ত রইলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



