
ঘুম আসে না- একলা রাতে।।
তোমারি ভাবনা, নিশিত একেলা
বিরহ যাতনায় ভরে মন;
তুমি আজ কতো দূরে,
হয়'তো গিয়েছো ভুলে,
তবু কেন কাঁদে নয়ন।।
একটি নাম-ই দমে দমে আসে,
চোখের পাতায় শুধু ও'মুখ ভাসে।।
হারানোর বেদনা, কতদিনের কথা,
মরু মরু-বুকে ভাসায় শ্রাবণ।
এ'কেমন কষ্ট তুমি দিলে বলো,
সাজানো জীবন আজ এলোমেলো।।
বিষণ্ণ তুমি ছাড়া, দুচোখে জলধারা,
ভালো হতো যদি দিতে মরণ।
গান : ঘুম আসে না- একলা রাতে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



