আমার বন্ধু বিনোদিয়া'রে
তোর পিরিতে জীবন আমার গেল।।
এরচেয়ে তুই মারতিস প্রাণে।।
সেই'তো অনেক ভালো ছিল...।
তোর পিরিতে জীবন আমার গেল।
খোদাই করে লিখেছিলাম
নাম'টি গাছের গায়ে,
অক্ষর গুলো গেঁথে আছে
আজও মোর হৃদয়ে।।
না জানিয়া মরছি আমি।।
জীবনে আর নাই আলো...
তোর পিরিতে জীবন আমার গেল।
নাম'টি আছে নেই-যে তুই
এখন অনেক দূরে,
তোকেই ঘিরে স্মৃতি'রা সব
আজও আমায় পুড়ে।।
এই কি ছিল ভাগ্যে লিখন।।
অন্তর পুড়ে হবে কালো...
তোর পিরিতে জীবন আমার গেল।
হঠাৎ যদি কখনো তোর
আমায় মনে পড়ে,
তিল পরিমাণ ঠাই দিস যদি
তোর ওই অন্তরে।।
নয়ন বলে রাখবো বুকে।।
চাইবো'না আর কোন ভালো...
তোর পিরিতে জীবন আমার গেল।
গান - তোর পিরিতে জীবন আমার গেল
কথা ও সুর - নাঈম জাহাঙ্গীর নয়ন
দুঃখিত, ক্ষমা করবেন, গানটি গতমাসেই আরো দুটি গানের সাথে ভিতরে এই ব্লগে প্রকাশ করেছিলাম, আবারো আজ ব্লগে পোস্ট হিসেবে দিলাম সেজন্য ক্ষমা প্রার্থী আমি। আসলে আমি ব্লগে গান আপলোড করতে পারতামনা, কেবল লিংক হিসেবে গানের নাম লিখেই পোস্ট করতে পারতাম, আজকের মতো এইভাবে সরাসরি ভিডিও আপলোড করতে পারতাম না। আজ আমার ওয়েবসাইটে এই গানটির ভিডিও ইউটিউব থেকে সরাসরি আপলোড করতে পেরে মাথায় আসলো ব্লগের কথা। যা আমি অনেকবার চেষ্টা করেও কখনো আপলোড করতে পারতাম না। আজ এটা করতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমার, যদিও আপনাদের অনেকের সময় নষ্ট করবে পোষ্টটি। সেজন্য দুঃখিত আমি।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



