নিঃশ্বাস রূদ্ধ চার দেয়াল,
কুকুর বেড়ালের আট পায়ের চলাচল,
কুকুরের ঘেউ ঘেউ,
বেড়ালে কান্না,
ধ্বংসস্ত্তপে দাঁড়িয়ে মনুষ্যত্ব,
ভাবের মৃত্যু- জীবনের গতি বাঁধাগ্রস্ত
পঁচা দুর্গন্ধময় ডাস্টাবিন
সুন্দর এপ্রোনে ঢাকা,
কিছু ফুল; এক টুকরো হাসি
অভিনয়ের শেষ পরিচ্ছদ
জীবন নাট্যমঞ্চ শুরু..... ..... ......
ঝাড়ু-দাঁ-খুন্তি,
তৃতীয় মহাযুদ্ধ
বালিশের তুলো ওড়া সাদা
মেঘের বন্যা-ফুলদানির টুকরোও
রাতের অন্ধকারে
প্রয়োজন-মন দোলা দেয়
নতুন সূর্যোদয়ে বেঁচে থাকার পরিকল্পনা
কুকুর বেঁচে থাকে
বেড়াল বেঁচে থাকে
তাই বেঁচে থাকা,.... বাঁচা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




