ঈদ কে ঘিরে শুরু হয়েছে নানান ধরনের প্রতারনা। অনলাইন মার্কেট থেকে কেনাকাটা দিন দিন বেড়েই চলছে। আর সেই সুযোগ নিচ্ছে কিছু খারাপ চক্র। তারা বিভিন্ন পণ্য বিক্রি করবে বলে নিয়ে নি:স্ব করে দেই। একটু সতর্ক থাকলেই আপনি বেচে যেতে পারেন এইসবপ্রতারনায় নিঃস্ব হওয়া থেকে। অনলাইন থেকে পন্য কিনার আগে যার কাছ থেকে পণ্য কিনবেন অনেক বুঝে শুনে কিনতে হবে। অনলাইন মার্কেট থেকে পণ্য কিনতে গিয়ে প্রতারনার শিকার হয় অনেকেই তাদের মধ্যে থেকে কয়েকজনের কথা তুলে ধরতে চেষ্টা করছি:
রায়হান বিক্রয় ডট কমে একটা অ্যাড দেখল ম্যাকবুক এয়ার ল্যাপটপ মাত্র ২৫০০০টাকা,দেখেই মাথা খারাপ।এত কম কেন? অ্যাডে আবার লেখা বিদেশ থেকে পাঠিয়েছে ব্যবহার করতে পারিনা বলে সেল করে দিচ্ছি। বায়হান ভেবে নিল অন্তত আর যাই হোক নস্ট তো না, ইউজ করতে পারেনা বলে সেল করে দিচ্ছে। অ্যাডের নাম্বারে ফোন দিতেই এক সুকন্ঠি মেয়ে ফোন ধরে বলব বিদেশ থেকে গিফট দিয়েছে আঙ্কেল,ইউজ করা হয়না বলে কম দামে সেল করে দিবে। বায়হান আর অত চিন্তা করল না,তাকে বলে দিল সে নিবে।মেয়েটি জানাল মগবাজার থেকে কালেক্ট করতে হবে।ভালো লাগলে ক্যাস টাকা দিতে হবে। খুশিতে বাগবাকুম হয়ে মগবাজার গেল। ল্যাপ্টপ তো দূর সাথে যা ছিল সব রেখে দিল সেই অ্যাড দেয়া ছিনতাইকারি দল।
সেলবাজারে আইফোন ৫ এর অ্যাড দেখে ফোন দিল ওমর ফারুক। দাম অনেক কম মাত্র ১৬ হাজার।লোকেশন চট্রগ্রাম।এত কম দামে পেয়ে সাথে সাথেই ফোন।কথা হল সব কিছু ঠিক ঠাক।৩০% টাকা এডভান্স বাকিটা এস এ পরিবহনে পন্য পেয়ে।অ্যাডভান্স দিয়ে দিল।তারপর অ্যাড উদাও,নাম্বার অফ !আর আসেনি তার আইফোন ৫ ।
সোর্স: http://blog.comjagat.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




