আমি তো অনেক খুঁজলাম কোথাও পাচ্ছি না এ নামে কোন ব্লগারকে,
যদি ব্লগে এ নামে কোন ব্লগারই না থাকে তাহলে কেন এ ধরনের অকারণে বাড়াবাড়ি।
আমরা প্রবাসে থাকি, কিছুটা সময় এ ব্লগে আছি দেশের মুহুর্ত গুলিকে মনে করার জন্য, এখানে এসেও যদি বাংলাদেশের পলিটিক্স এর মত আচরন দেখি তাহলে খুব খারাপ লাগে।
ব্লগারদের আচরণ হওয়া উচিৎ রুচিশীল কারণ তাদের আমি শিল্পী মনে করি । এরকম আচরণ দেখলে মনে হয় আমরা রুচিশীল নই।
থাক কথাগুলি মনে হয় বুঝবে না কেউ কারন বাংলীদের সবচেয়ে বড় দোষ হচ্ছে আমরা হুজুকে চলি, ভাল খারাপ বিবেচনা করা আমাদের পক্ষে কোনদিনও সম্ভব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


