১৯৯৭-৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মানবিক বিভাগের সব বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম। তখন থেকে রাজা চতুর্দশ লুই-এর রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত একটি তত্ব আমি ও আমার বন্ধুরা খুব ভালভাবে রপ্ত করেছিলাম যে, 'আমিই রাষ্ট্র'।
কিন্তু বক্তব্যটির ব্যাখ্যা ছিল আমাদের অজানা।
এর প্রায় ১০ বছর পর এদেশেরই একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে রাজা লুই এর বক্তব্যের একটি তাত্বিক ব্যাখ্যা পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে, 'আমিই রাষ্ট্র মানে হচ্ছে- আমার কথা এবং বক্তৃতা-বিবৃতি হলো সংবিধান; আমার কাজ হলো গণতন্ত্র; আর ধমক হলো আইনের শাসন'।
কিন্তু তত্বটির ব্যবহারিক দিকটি ছিল আমাদের অজানা।
এরও প্রায় ৬ বছর পর আমাদের ভাবতে ভাল লাগছে যে, রাষ্ট্রবিজ্ঞানের এই তত্বটির ব্যবহারিক দিকটিও খুব ভালভাবে আমাদের জানা হয়ে গেল। আশা করি ভবিষ্যতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের এই তত্বটি উদাহরণসহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো।
কিন্তু জানি না এর জন্য আর কত মূল্য আমাদের দেয়া লাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




