২০০৩/০৪ সালের কথা। আমার এক নিকটাত্মীয় দম্পতির মধ্যে পারিবারিক কলহ চরমে। স্বামী বেচারার নানা অপতৎপরতায় স্ত্রী পাগলপ্রায়। প্রতিদিন গণ্ডগোল। ভাঙ্গা আর জোড়া লাগার সন্ধিক্ষণে সংসার। সেসময় তাদের একমাত্র ছেলের এইচ এসসি পরীক্ষা চলছিল। অসম্ভব রকম মেধাবী ছেলেটি এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়ার পর ভর্তি পরীক্ষায়ও সমানতালে উত্তীর্ণ হয়ে দেশের একটি শীর্ষস্থানীয় কলেজে ভর্তি হয় । এমনকি সেসময় তার মাকে ছেলের ভাল রেজাল্টের জন্য প্রতিদিন রোজা রাখতে দেখেছি। কিন্তু এই চরম তিক্ত সময়ে পরীক্ষা দিয়ে ছেলেটি এইচএসসিতে ফেলপ্রায় রেজাল্ট করে।
ঘটনার সাথে মিলিয়ে দেখুন আমাদের ক্রিকেটকে। লংকা-বাংলাদেশ প্রথম টেস্ট-এর রেজাল্ট কি এই ঘটনার সাথে মিলে যায় না? পরকীয়ায় আসক্ত চরিত্রহীন বিসিবির অপতৎপরতায় টেস্ট ক্রিকেট সংসারে আমাদের অবস্থা যখন ত্রাহি ত্রাহি, তখনই এই ম্যাচটি খেলতে হচ্ছে আমাদের প্লেয়ারদের। জয়-পরাজয় খেলার স্বাভাবিক চরিত্র। কিন্তু সামপ্প্রতিক সময়ে আমাদের ক্রিকেটাররা যে পরফরমেন্স করছে, তার সাথে সাহারা কাপের ঢাকা টেস্টের রেজাল্টকি সত্যিই বেমানান নয়?
পাপন সাহেব! দালালির একটা সীমা থাকা দরকার। ফাঁসির আসামীকে খালাস দেয়া পূবর্পুরুষের রক্তের সাথে জাতির স্বার্থে না হয় একটু বেইমানিই করলেন!
যদিও পিতা-পুত্রের ঘুড়ির নাটাই একজনেরই হাতে। তবুও একটু বেইমানি করুন আপনি। প্লিজ, প্লিজ, প্লিজ!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




