আইসিসির দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে বিশ কোটি টাকার উদ্বোধনী অনুষ্ঠান করা হলো,
সেখানে আবার আমাদের দেশীয় শিল্পীদের উপেক্ষা করে ওটাকে আন্তর্জাতিকীকরণ করা হলো,
কিন্তু এত বড় একটা আসরের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার দেয়ার জন্য আমাদের দেশের শীর্ষস্থানীয় কাউকে পাওয়া গেল না।
কারণটা কী? আসলে ম্যাচের ফলাফলটা আগেই জানা হয়ে গিয়েছিল কি না!
তাই তিনারা ঘরে বসেই কলিজা ঠান্ডা করতে পেরেছিলেন।
কিন্তু যদি ম্যাচটি প্রতিদ্বন্দিতাপূর্ণ হতো! শেষ বলটি হবার আগে কে জিতে তা বুঝা না যেত, তবেতো মাঠে গিয়ে প্রভুদের সামনে অন্যের হাতে পুরস্কার দেয়াটা কলিজার জন্য অনেকটা মরিচপোড়া ক্ষত বয়ে নিয়ে আসত।
আগে থেকে সব কিছু অন্দাজ করতে পারায় ভালই হয়েছে। নতজানু আর ক্ষুদ্রকায় মানসিকতাটা ধরা পড়েছে বেশ ভাল করেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




