কাল ম্যাচ শেষে রেকর্ডধারী মিরোস্লাভ ক্লোসার সাথে সবার আগে হাত মেলালেন, হাক করলেন ব্রাজিলের কোচ স্কোলারী। এসময় তাদের মধ্যে কি আসলে এই কথাগুলো হয়েছিল!
স্কোলারী- তোমরাও জিতলা মিয়া, তোমার রেকর্ডটাও হয়া গেল।
মিরু- হ, ২০০২ সালে আপনারা জিতছিলেন, আর রোনালদো কাকার রেকর্ডটাও হইছেল।
স্কোলারী- কি কউ? তুমি ২০০২ সালে খেলছিলা? আর এইবারও তোমারে দলে নিল?
মিরু- পুরান চাল ভাতে বাড়ে কী না!তা চাচা, আপনার কাকা, রোনালদিনহো কি বেশি বুড়া হয়া গেছিল?
স্কোলারী- আরে ঐবারওতো রোমারিওরে বাদ দিয়া কেরামতি দেহাইছিলাম, এইবার পারি নাই, ঐ নেইমার পুলাডা হঠাৎ বিছানায় পইড়া গেল, সিলভাও খেলতে পারলো না।
মিরু- হ, মনে আছে কাকা, ২০০২ সালে আমাগো ক্যাপ্টেন মাইকেল বালাকও খেলতে পারে নাই, আপনারা হেই সুযোগ নিছিলেন। আর আইজকা দেখলেনতো আমাগো শোয়েইনস্টাইগারও নামলো না, আর আপনার নেইমারের মতো আমাগো রিউস টাতো বিশ্বকাপ শুরুর আগেই বিছানায় চইলা গেল।
স্কোলারী- হ, সবই কপাল, ছোট সময় শোনছি বুড়ারা কইত- ‘সেই দলই সবচেয়ে শক্তিশালী, যে দলের রিজার্ভ ব্যাঞ্চ সবচে সমৃদ্ধ’।
মিরু- কাকা আমনে অহনো বাচ্চাই রইলেন, বুড়াগো কথার দাম দিলেন না।

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




