আমি উদার গণতন্ত্রী মাহনুভব রাষ্ট্র ভারতবাসী নই। অামি মুক্ত চিন্তা বঞ্চিত প্রতিক্রিয়াশীল আশু জঙ্গীভাবাপন্ন মৌলবাদী রাষ্ট্র বাংলাদেশের অধিবাসী।
আমাদের এই জঙ্গি দেশে টিভি/পত্রিকা খুললেই দেখবেন সবাই একই সাথে ঈদ এবং পূজো নিয়ে ব্যস্ত। এমনকি বেখেয়ালে পড়ে অনেকে আমরা লোকজনকে 'ঈদের শুভেচ্ছা' আর 'পূজো মুবারক' বলে বসি।
অথচ দেখুন, মহান গণতন্ত্রী ও ধর্মনিরপেক্ষ ভারতের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে সবাই পূজো নিয়েই ব্যস্ত। সেখানকার বিশ শতাংশ লোকের কাছে হয়ত 'ঈদ' বলে কোনও কিছু থাকলেও থাকতে পারে কিন্তু গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ আদর্শে এই 'ঈদ' জিনিসটার এতটুকু স্থান নেই। সেটা পুরোটাই পূজোময়।
আর তাই আমি পৃথিবীর অন্যতম ক্ষুদ্র ও জঙ্গী সম্ভাবনাময় রাষ্ট্রের অধিবাসী হিসেবেই গর্ববোধ করি। এখানে ঈদ- পূজো সব একসাথেই চলে।
আর সে উৎসবের টানেই আপনজনের কাছে ফিরবো, ঘরের উদ্দেশ্যে ঘর ছাড়বো।
'ঈদ মোবারক'! কথাটা অনেক দামী ও দূর্লভ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




