বাধাঘাট,,,যখন প্রথম সিলেট যাই,,,মদিনা মার্কেট থেকে টেম্পুতে উঠার সময় শুনতাম,,,!! ্ও বাধাঘাট বাধাঘাট,,টেনে টেনে বলতো টেম্পুর হেলপার..! একদিন এই শব্দ শুনে জায়গাটা দেখার লোভ হয়।
...
..
..
আমার মাস্টার্সের থিসিসের কাজে এই বাধাঘাটরে পাশের এক গ্রামে বেশ কয়েকবার গেছি। এই বাধাঘাটে ভালো মাছ পাওয়া যায়,,সস্তায়...!
....
আজ অনেক দিন পর আবারো মনে পড়ছে,,,সেই টেম্পুওয়ালাদের ডাক...বাদাঘাট বাদাঘাট.................!!
মনটা কেমন যেন করছে,,,সেই লিটন হত্যা, শামীম হত্যা,,,,,আমার সিনিয়র দু্ই ভাই পানিতে ঢুবে মরা....একটার পর একটা জানাযা,,,! ভাঙ্গচুর আগুন....! সব এক হয়ে গেছে!!!
......
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি জাতীয়ে দৈনিকের প্রতিনিধি ছিলাম ..!
কত ঘটনা কত গল্প , কত কাহিনী দেখেছি লিখিছি,,,,! মনে পড়ছে সেই সব কথা।
........
কত দিন পর আজ মেইল খুজে বের করলাম পুরোনো সব লেখা...! কত স্মৃতির কত আবেগের।
.......
আর লিখলাম,,,,শাবিই দুই ছাত্রের হত্যার খবর!!!
..........বুক টা ভেঙ্গে যাচ্ছিল,,,,,,,,,
........
এখন আমার পেশা সাংবাদিকতা...! প্রতিদিন খবর লিখি,,,
খবরের পেছনে ছুটি....!
.........
মহান প্রক্টর ফারুক নাকি লাসের সামনে বিড়ি খাইছে,,, ব্যাপক মাস্তি করছে,,ছাত্রদের ঠ্যাংক ভেঙ্গে হাতে ধরাবে বলছে....!!
মনে পড়ছে ১৪ এপ্রিল২০০৬..! মহা ক্ষমতাধর ভিসির বাসায় আগুন....! ঝলছে,,,!!
..........
র্যাব পুলিশ ,,কিছুই করতে পারে নাই সেদিন.........!
আগের দিন রাতে ধরে নিয়ে গেল..আর লাশ পাওয়া গেল আজ...!!
নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল প্রশাসন.........!
আমি বুঝিনা কোথায় ছিল এই মাহান প্রশাসন....!
এই হত্যার প্রতিবাদে আমরা সাবেক শিক্ষার্থীরা আছি.....! ঢাকায় মানব বন্ধন হবে, লন্ডনে হবে,,, কানাডায় হবে................!
তার আগে এই ফারুক কে ,,,লাথি মারতে হবে....! এই প্রশাসনকে দোষ স্বীকার করতে হবে....!
বর্তমান শিক্ষার্থীরা তোমরা আন্দোলন কর,,,! ঝালিয়ে দাও বাধাঘাট এলাকা,,,,
আমি বলছি ,, কিছুই হবে না। কারও কোন শক্তি নাই শাবি ছাত্রদের কিছু করে.........!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




