বারডেমে ডাক্তার রা ধর্মঘট ডেকেছে। তা তারা ডাকতেই পারে। তাদের কোন সহর্মীকে যদি অন্যায় ভাবে মারা হয় তাহলে তার বিচার তারা চাইতেই পারে। সেই অধিকার তারে আছে। আর আমি তাদের দাবির সাথে একমত!!
ডাক্তার বিষয়ে আমি কিছু প্রশ্ন জানতে চাই।
১, ডাক্তার কি আইনের উর্ধ্বে?
২.ডাক্তাররা যখন কোন কারণ ছাড়াই নির্দিষ্ট ক্লিনিকেরে টেস্ট দেন, সেটা কি অন্যায় না ন্যায়?
৩, নানা উপহার আর টাকার চুক্তি করে যখন একই কম্পানির ওষুধ লিখেন বা প্রয়োজন ছাড়াই ওষুধ লিখেন সেটা কত টুকু যুক্তিসঙ্গত?
৪.নিজের কর্মস্থল অনুপস্থিত দিয়ে যখন বাইরে প্রেটিসের নামে বহু টাকা কামাই করেন, সেটা অন্যায় না ন্যায়।
৫. ডাক্তারদের অবহেলায় যখন কোন রুগী মারা যায়, তখন মানুষ হত্যার জন্য কোন ডাক্তারের ফাসি হয়েছি কি?
৬.পাশ করা ডাক্তার যখন ভুয়া-অনুমোদন ছাড়া ক্লিনিকে বসে, সেটা কি ঠিক না বেঠিক?
৭.সব পেশায় এমন কি সরকারি চাকরীতেও আয়কর দিতে হয়, সেবা খাত বলে ডাক্তারদের কেন আয়কর থেকে বাদ রাখা হবে।
আরো অনেক প্রশ্ন আছে, সেসব বাদ দিলাম।
হুম, এ কথা বলতেই হয়, সব পেশাতেই ভালো মন্দ আছে। ডাক্তারদের মধ্যেও আছে। ডাক্তারদের কাজটাই হচ্ছে মানুষের জীবন নিয়ে। যদি মানুষই না বাচে তাহলে ডাক্তার হলেই কি আর না হলেই কি।
সঠিক চিকিৎসা দিয়ে, মানুষের সেবা করা যায়। টাকাটা এখানে প্রধান বিষয় নয়। আবার অতিরিক্তি টেস্ট, অনাহুত ওষুধ আর হয়রানি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনাও ঘটছে। রুগীর প্রতি অবহেলা করাটাও বিচিত্র কিছু নয়।
যদি সরকারি হাসপাতাল গুলো ভালোই হতো তাহলে ব্যাঙগের ছাতার মত ক্লিনিক ব্যবসা চলতো না। এটা দিনের আলোর মত পরিষ্কার।
ডাক্তারদের কেই এগিয়ে আসতে হবে তাদের সুনাম রক্ষার জন্য।
সুইপার আর হকারদের মত সব বন্ধ করে দিয়ে দাবি আদায়ের আন্দোলন করলে হবে না।
পরিশেষে বলতে চাই, আমার অসুখ হলে ডাক্তারের কাছেই যেতে হবে। সুইপার আর হকারের কাছে গেলে লাভ হবে না। তাই বলতে চাই, ডাক্তার রাও মানুষ। একজন মানুষ হিসেবে তারা মানুষের সেবা করবে সেই আশা করতেই পারি। তবে মানুষকে দিন দিন যে ভাবে ব্যবসার মূলধন হিসেবে ডাক্তার রা সেবা দিচ্ছে সেটা কারই কাম্য নয়।