এইট পাস সাংবাদিক!!
পেশাগত জীবনে এই ডায়লগ শুনে নাই এমন সাংবাদিক এই বঙ্গ দেশে হারিকেন দিয়েও খুজে পাওয়া যাবে না। গত কয়েকদিনে এই মহান ডায়লগ খুব বেশি শুনতে হচ্ছে আমাদের অতি সাধু ডাক্তার ভাই বোনদের কল্যাণে! বারডেমের ঘটনায় ডাক্তার রা যত গুলো লেখা লিখেছে তার বেশির ভাগই , সাংবাদিক তথা মিডিয়ার ওপর দোষ চাপিয়েছে।
সব দোষ তো এই এইট পাস সাংবাদিকের!
পেটে গজ ব্যান্ডেজ রেখে সেলাই করে দেওয়া হয়েছে। হাসপাতালের ডাক্তার ক্লিনিক ব্যবসায় জড়িত। একদিন কর্মস্থলে উপস্থিত না থেকে বেতন তুলছে,...এমন খবর তো এই এইট পাস সাংবাদিকরাই লিখছে। তাই তাদের মাইর দে!! পিটা ইচ্চা মত!!
কথায় বলে, মইরের ওপর ওষুধ নাই। এখন সেই ওষুধ প্রয়োগ করতেছে আমাদের মহান ডাক্তারা। যারা সব আইনের উর্ধ্বে!!সব বিচারের উর্ধ্বে!! তারা মাইরও দিবে, আর তার বিচার চাইলে ধর্মঘটও ডাকবে!! সাবাশ!!
মিডফোর্ডে সাংবাদিকদের মাইর দেওয়া হয়েছে। রাজশাহীতে রীতিমত মধ্যযুগীয় কায়দায় পিটানো হয়েছে । সবার লক্ষ্য সাংবাদিক। সব কিছুর মুলে এই সাংবাদিক। এরা না থাকলে কারও কোন সমস্যা নাই!! তাই সাংবাদিকদের পিটা !!! সকাল বিকাল রুটিন করে মাইরদে!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




