একটা সময় আমি ভাবতাম, কাগজ কলম থাকলেই লেখা যায়।
হোক না সেটা আবোল তাবোল কিছু বা সৃষ্টিশীল। কবিতা না হলেও আমার ভাষায় আবেগ তো হবে!! আমার কেবল মনে হতো। হাজার দিস্তা ভরা কাগজ যদি লিখে ফুরনো যেত। যা মন চায়। যা খুশি। কবিতার নামে গল্পের ছন্দে।
কাগজ কলমের অধ্যায় শেষ হলো। আসলো কি বোর্ড। মনে হতো, কম্ডিটারের সামনে বসলেই আসবে একটার পর একটা লেখা। লেখার চেষ্টার কমতি ছিল না। সারা রাত জেগে একটা লাইন! শত শত বার কেটে চার লাইনের আবেগ!
একটা সময় আমার মনে হতো। মনের ভেতর খেলা করা শব্দ গুলো লিখে রাখতে হবে। হারিযে যেতে দেওয়া যাবে না কিছুতেই!!!
সেই সময় টা কি এখনও আছে!
.....
সময় বাদলায়। বদলায় আবেগ। বদলায় লেখার ধরন। সেই যে কাগজের লেখা। সেই যে রাত জেগে লেখার জন্য আকুলতা। সেটা আর থাকে না।
আর থাকে না লেখার জন্য ভালোবাসা।
ভেতর নাড়া দেয়!!
এখনও হারিয়ে যেতে চায়, লেখার মাঝে। শব্দের মাঝে!!!সৃষ্টিশীলতায়।
অপেক্ষায়!!!!লেখার অপেক্ষায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




