চুলপড়া সমস্যা নিয়ে যেসব পুরুষ-মহিলা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা আসেন তাদের কাছে যখন জানতে চাই আপনি চুলের যতœ নেন কিভাবে। প্রায় সবার ক্ষেত্রেই কম-বেশী একই ধরণের জবাব পাই। আর তা হচ্ছে ডাক্তার সাহেব দামী-দামী শ্যাম্পু ব্যবহার করি। কেউ বলেন এসব সিঙ্গাপুর, ব্যাংকক থেকে কেনা। আবার কেউ বলেন স্টেটস, লন্ডন, ইউরোপ থেকে পাঠানো। আবার কেউ বলেন, গুলশান-বনানীর ব্লান্ডের দোকান থেকে কেনা।
আমি আমার চুলপড়া সমস্যার রোগীদের কথা, সমস্যার কথা অত্যন্ত মনযোগ দিয়ে শুনি। আমি সিঙ্গাপুরে যখন যাই তখন চুল নিয়ে গবেষণা করেন এমন দু’জন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট-এর সঙ্গে প্রায়শই আলাপ করি। এদের একজন হলেন সিঙ্গাপুর ন্যাশনাল স্কিন সেন্টারের কনসালটেন্ট ডা: জয়েস লি এবং অপর জন হচ্ছেন সিঙ্গপুর মাউন্ট এলিজাবেথ মেডিক্যাল সেন্টারে অবস্থিত ডা:আইলিন তান লেজার এন্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারের কনসালট্যান্ট ডা: আইলিন তানের সঙ্গে।
ডা: আইলিন শুধু একজন ডার্মাটোলেজিস্ট, হেয়ার ট্রিটমেন্ট এক্সপার্ট তাই নয়, তিনি এশিয়ার অন্যতম একজন সেরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন এবং আমার অত্যন্ত প্রিয় চিকিত্সক। চুলপড়া সমস্যার চিকিত্সার ক্ষেত্রে ডা: জয়েস লি ও ডা: আইলিন তান সিঙ্গাপুরের অত্যন্ত সফল দু’জন চিকিত্সক। ডা: আইলিন তান ‘হেলদি স্কাল্প এন্ড হেয়ার’ গ্রন্থেরও রচয়িতা। আর ডা: আইলিন তানের মতে চুলপড়া সমস্যা শুধু শারীরিক সমস্যা ও নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হবে তাই নয়, চুল ও মাথার ত্বক পরিচর্যার ক্ষেত্রে যথাযথ সামগ্রী ব্যবহার না করলেও চুল পড়তে পারে। যেমন: ডিটারজেন্ট শ্যাম্পু, নিম্নমানের অয়েল বা তেল, পমেডস, লোশন, রিল্যাক্সারস, চুল স্ট্রেইটেনার্স ও হেয়ার জেল, হেয়ার ডাই ব্যবহারের কারণেও চুল পড়তে পারে। তাই যাদের চুল পড়ে তাদের অবশ্যই হেয়ার কেয়ারের প্রতি বিশেষ যতœ নিতে হবে।
ডা: আইলিন চুলপড়া রোগীদের চিকিত্সা নিয়ে তার নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেছেন, ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত অয়েল, প্রশাধন সামগ্রী, ডিটারজেন্ট মিশ্রিত শ্যাম্পু ও হেয়ার ডাই মাথার ত্বকে লেগে এক ধরণের ইরিটেশন তৈরী করে। যার ফলে চুল পড়ে। তার মতে, যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের অবশ্যই কোন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী চুলের যতœ নিতে হবে। পরিহার করতে হবে ক্ষতিকর কেমিক্যাল ও হেয়ার ডাই।
শুধু ডা: আইলিন তান, ডা: জয়েস লি নন, আমরা যারা চুলপড়া সমস্যা নিয়ে কাজ করছি তাদেরও পর্যবেক্ষণ একই ধরণের। আমার বস উপমহাদেশের প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এম ইউ কবীর চৌধুরীর সঙ্গে কাজ করার সময় দেখেছি তিনি সব সময় রোগীদের চুলে হেয়ার ডাই ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেন।
এর আগে আমি একাধিকবার উল্লেখ করেছি চুলপড়া সমস্যা নিয়ে জানার আগ্রহ ও শেখার ইচ্ছা আমার দীর্ঘ দিনের। তাই যারা চুলপড়া নিয়ে কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মায়ামী বিশ্ববিদ্যালয় স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞ ডা: উলারি লয়েড, মায়ামীর বাওম্যান লেজার এন্ড কসমেটিক সেন্টারের পরিচালক খ্যাতিমান ডার্মাটোলজিস্ট এবং কসমেটিক ডার্মাটোলজি গ্রন্থের রচয়িতা অধ্যাপক ডা: লেজলি বাওম্যান, হেয়ার ট্রান্সপ্লান্ট গ্রন্থের অন্যতম অথার ও বিশিষ্ট হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ও মায়ামী ইনস্টিটিউট অব হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জন অধ্যাপক ডা: বারনার্ড কোহেন-এর ফেলো হিসেবে কাজ করার দুর্লভ সুযোগ আমার হয়েছে। সানিধ্যে আসতে পেরেছি আর এক বিশ্বখ্যাত হেয়ার ট্রিটমেন্ট বিশেষজ্ঞ কানাডার ভ্যানকুভারের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের ক্লিনিক্যাল অধ্যাপক ডা: জেরি শেপিরোর। এসব জগত বিখ্যাত ডার্মাটোলজিস্ট ও হেয়ার ট্রিটমেন্ট এক্সপার্টদেরও অভিমত: অভিন্ন। যাদের চুলপড়া সমস্যা আছে তাদের অবশ্যই চুল ও মাথার ত্বকে ব্যবহূত প্রশাধন সামগ্রী যেমন, শ্যাম্পু, ম্যাসাজ অয়েল, লোশন, হেয়ার জেল এবং হেয়ার ডাই ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে চুলপড়া কোন রোগ নয়। ইন্টারনাল অথবা এক্সটারনাল যে কোন কারণে চুল পড়তে পারে। আর চুল পড়ার এসব কারণ যথাযথ ভাবে সনাক্ত করে ব্যবস্থা নেয়া গেলে অবশ্যই চুলপড়া সমস্যার সমাধান হতে পারে।
ডা: মোড়ল নজরুলইসলাম,
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং যৌন সমস্যা বিশেষজ্ঞ
লেজার এন্ড কসমেটিক সার্জন বাংলাদেশ লেজার স্কিন সেন্টার
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




