বড় আজব লাগে আমার! এইতো ক’দিন আগে বিয়ে করলাম মাত্র, কিন্তু দিনগুলি মোর এরই মধ্যে হাঁটি-হাঁটি পা-পা করে আজ দশ দশটি বছর পার করে দিল!
কাল থেকে আবার এগারতম বছরটি শুরু হবে। বাবারে..
শুরু করেছিলাম দু’জন মিলে, সংখ্যাটা এখন চার। তার মানে কি এই; পরবর্তী দশ বছর দু’জনে বহাল তবিয়তে বেঁচে থাকলে — ‘ঐকিক নিয়ম’ তার তত্ব প্রমাণে সচেষ্ট হয়ে উঠবে, আরো দু’জনের আবির্ভাব হবে? নাহ্.. আমার মোটেই মনে হচ্ছে না। দেশে যে আকাল চলছে! মানুষের পাঁচটি মৌলিক অধিকারের প্রথমটি মেটাতেই নাভিশ্বাস উঠছে বেশিরভাগ হতভাগার। তার মানে কি এই; ‘ঐকিক নিয়ম’ অংকটা ভুল?
আহা! ছোট বেলাকার কথা মনে পড়ে যায়। যে অংকটি শেখাতে গিয়ে মাস্টার মশাইকে কত কষ্ট করেই না তাঁর দু-দু’টি ‘ব’ খরচা করতে হয়েছিল; বেত আর বল।
বিবাহ বার্ষিকীতে হঠাৎ ‘ঐকিক নিয়ম’ এর কথা মনে পড়ল কেন? কি জানি বাবা! মানুষের মন, বোঝা বড় দায়!
যা হোক, কথা যখন উঠলোই, শেষ করি সেই অংকের প্রসঙ্গ টেনেই।
আপনারা সুধিজনেরা কি বলেন? এই আপাত অযৌক্তিক ‘ঐকিক’টা বাতিল করা উচিত নয়কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


