একটা ছোটো ঘর,
আর অনেকগুলো মানুষ।
একটা বড় ঘর,
আর দুয়েকটা মানুষ।
ছোটো ঘর, বড় ঘর,
আর তাদের হরেক আড়ম্বর!
ছোটো ঘরটা দীর্ঘশ্বাস ছাড়ে,
একদিন অনেক বড় ঘর হবে তাদের-
ভাবে ছোটো ঘরের অনেকগুলো মানুষ।
নিজেদের মধ্যে আলাপ করে তারা
কে কার ঘর কিভাবে সাজাবে।
সারাদিন হিজি বিজি, গিজ গিজ
ছোটো ঘর, অনেকগুলো মানুষ,
আর একটা বড় ঘরের স্বপ্ন!
বড় ঘরটা হাহাকার করে
মহাশুণ্যতায়, হাতড়ায়,
একদিন ভরপুর হবে প্রতিটি ঘর,
শুণ্যতা কেটে যাবে, কোলাহলে
অনেকগুলো মানুষ, কৌতুহলে
চারদিক ঘিরে, ঘরে ফিরবে-
অথচ- দিনশেষে-
একটা ছোটো ঘর,
আর অনেকগুলো মানুষ!
একটা বড় ঘর,
আর দুয়েকটা মানুষ!
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৫