হে নারী, তুমি পুরুষের কাছে কিছু আশা কর?
সম্মান?
সেটা পুরুষ তোমাকে চামচ দিয়ে খাইয়ে দেবে।
সমান অধিকার?
পুরুষ অনেক মহান। সে তোমাকে সেটাও নিজ হাতে যত চাও চামচ দিয়ে খাইয়ে দেবে।
নিরাপত্তা চাও
তাও আমরা পুরুষরা তোমাকে চামচ দিয়ে খাইয়ে দেব।
তুমি আর কি কি খাবে বল, সব মুখে তুলে খাইয়ে দেব।
কিন্তু একবার চামচটা চেয়ে দেখো দেখি।
কিন্তু পুরুষ কখনই তোমাকে চামচ দিতে চাইবে না, সে অনেক চালাক, সেটা সযতনে নিজের হাতেই রাখবে।
তুমি কত বোকা! খালি খাবার মুখে পেয়েই খুশি। প্রাগৈতিহাসিক কাল থেকে চামচখানা আমাদের পুরুষদের অধিকারেই আছে। আমরা সব দেবো কিন্তু কখনো চামচ দেব না।
If you are smart enough পারলে পুরুষের হাত থেকে চামচটা ছিনিয়ে নাও। তার পর নিজ হাতে যত খুশি খাও।
যেদিন তোমরা পুরুষের হাত থেকে চামচটা ছিনিয়ে নিতে পারবে সেদিন তোমাদের প্রকৃত মুক্তি মিলবে।
শুভ কামনা রইল।
Happy Women's day.
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




