গতকালের পেপার দেখলাম
সাংবাদিকরা এমন সব প্রশ্ন করল মহাপরিচালক কে , টা দেখে যে কেউ মনে করবে
আপনাদের দেশে থাকার কোন অধিকার নাই।
rab তো মাববাধিকার লঙ্ঘন করে। সন্ত্রাশিরা কি করে? প্রথম আলো তে গতকাল যে প্রশ্ন মহাপরিচালক কে করেছে টা সত্যি অযৌক্তিক?
সাংবাদিক দের কথা হতে হবে আরও অনেক আরথবহুল।
থাক ভাই আসব বললেই তো আমি খারাপ।
স দোষ rab । তাই ভালো।
তবে ভাই বলতে হবে, মানে যে ওই অংশ টুকু পড়ছেন পেপারে, ওই সাংবাদিকের প্রশ্ন করা কি ঠিক ছিল? একই প্রশ্ন বার বার। ভাব টা এমন,rab কেন সন্ত্রাশি পাকড়াও করতে যাবে?
আমিও চাই সন্ত্রাশিরা ধরা পরুক, বাঁচুক নিরীহ মানুষ!!!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




