সকালে ঘুম থেকে উঠেই মন ভালো হয়ে গেল। দু'হাজার দশ-এর প্রথম সকাল। একটু ঠান্ডা, কিন্তু রোদ ঝলমলে একটা দিন। পত্রিকা হাতে নিয়ে পাতা খুলতেই চোখে পড়লো দারুণ কিছু খবর:
- দেশে ২৫০০ মেগাওয়াটের বিদ্যুত উৎপাদন শুরু
- আরো একটি কয়লা খনি আবিষ্কার
- চালের দাম ৮ টাকা সের কমেছে
- গার্মেন্টস রপ্তানি বেড়েছে তিন গুন
- দূর্ণীতির দায়ে .... গ্রুপের মালিকরা আবার জেলে
- কান চলচিত্র উৎসবে মনপুরা-র পুরষ্কার
- দেশে আরো ৯ টি কল সেন্টারের কার্যক্রম চালু
-
-
একি! একসাথে এতোগুলো ভালো খবর! অ-সা-ধা-র-ণ। কতোদিন ভালো খবর পড়ি না। নতুন বছরের শুরুটা তো অসম্ভব সুন্দর হলো।
আমি নাস্তা শেয করলাম। একটু মিনি-র সাথে দেখা করতে হবে। কিন্তু মহাখালি যেতে তো কমপক্ষে দেড় ঘন্টা লাগবে। যা বিশ্রি জ্যাম! CNG ও পাওয়া যাবে না।
আমি বের হলাম।
নিচে নেমেই দেখি ৪ টা CNG দাঁড়িয়ে। আজব! এই ঘটনা তো কখনই ঘটে না। আমি দামদর করতে প্রস্তুত কিন্তু আমাকে অবাক করে দিয়ে চালক বললো- মিটারেই যাবো আপা।
CNG মেইন রাস্তায় উঠলো। এ কি! রাস্তা এতো ফাঁকা কেন? চালক বললো আপনি জানেনা, আজকে আরো ৫ টা ফ্লাইওভার চালু হয়েছে ঢাকায়। সাথে পাতাল ট্রেনও। তাই না কি? আমি মন্ত্রমুগ্ধ!
আমার জ্যামের ঢাকায় সিএনজি চলছে ৭০ কিলোমিটার বেগে। মহাখালি যেতে বেশি সময় লাগবে না। কিন্তু ঠান্ডা বাতাসে আমার চোখে ঘুম চলে আসছে। আমি বোধহয় ঘুমিয়ে যাচ্ছি!
আমি ঘুমিয়েই পড়লাম।
ঘুম যখন ভাংলো তখন দেখি নিজ রুমে শুয়ে। রাত তিনটা বাজে। স্বপ্ন দেখছিলাম বোঝা গেল। একটু পানি খেতে হবে। বিছানা থেকে নেমে লাইট জ্বলাবো, এই যা! লাইট জ্বলছে না। ইলেকট্রিসিটি নেই!
আমি অন্ধকারে হাতরে হাতরে পাশের রুমে যাই...
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:২১