
আঠারোটি বছর পেরিয়ে গেছে
এখনও গায়ে লাগেনি প্রেম নামক ভালোবাসার লেবাস
দুরন্ত সময়গুলো ছুটে যাচ্ছে বেগমান ট্রেনের মত
তোমাকে একবারের জন্যেও বলতে পারিনি ভালোবাসি
এ চার অক্ষরের কথা ।
আঠারোটি বর্ষা পেরিয়ে গেছে
কদম ফুটেছে এ ধরায় বহুবার
আমি একবারও বলতে পারিনি তোমায়
এ কদমগুচ্ছ তোমার জন্য ।
রোদ উড়ে গেছে
ভিজে যাওয়া বৃষ্টির ভিড়ে এ আঠারো বছরে,
তবু একটি রোদেলা দিন আপন করতে পারিনি
তোমার জন্যে ,
বসন্তে কোকিল গেয়ে গেছে গান
শুধু সে বসন্তকে আমি গায়ে মোড়াতে পারিনি ।
আঠারো বছর পেরিয়ে গেছে
এখনও তোমায় পাওয়া হয়নি,
তোমার জন্যে এখনও কতটা পথ অবিশ্রান্ত কাটাই
তা এখনো একবারও বলা হয়ে উঠেনি ।
আঠারোটি বছরে যেন আঠারোটি জীবন গেছে আমার
এখন যেন আরেকটা জীবনে আমি দাঁড়িয়ে ,
তোমাকে পাওয়া হয়নি আমার একটি জীবনেও
শুন্যে দাঁড়িয়ে আমি তাই ----
আঠারো বছর পেরিয়ে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


