
এইসব শীতের রাতে শুন্যতা নৃত্য করে
ঘাসের ওপর শিশিরকণা জমতে থাকে,
বাতাসে মায়াবী হাহাকার ঘুরতে থাকে
আর তার চেয়েও বেশি করে তোমার কথা মনে পরতে থাকে !!!!!
এইসব শীতের রাতে বিরান পথে একলা হাঁটতে হয়
সরল খোয়াবে নিজেকে জড়ায়ে রাখতে হয় ,
তারার আলো মিটিমিটি দেখা দিলে মন্দ হয়না
মেঘ উঁকি দিয়ে হালকা ঝরে পরলে ভীষণ অন্যরকম হয় ।
এইসব শীতের রাতে প্রেমিকা তুমি বেঁচে ওঠো আমার কাছে
বুকের ভেতর চিনচিনে ব্যথা ঘুরে ,
তারপর এ দু’হাতে আমি হত্যা করি তোমাকে
বুকের সীমান্ত বন্ধ করি ।
ছবি - ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



