তুমি আমায় বলেছিলে কবিতা লিখতে,
আমি কবিতা লিখি
আমি লিখব।
তুমি আমায় বলেছিলে কাছে আসতে,
আমি কছেই আছি
কাছে থাকব।
তুমি আমায় বলেছিলে ভালবাসতে,
আমি ভালবাসি
ভালবাসব।
কবিতার পেছনের গল্প কী
তা কি তুমি জান?
তুমি কি জান
কবিতার কষ্ট, দুঃখ, বেদনা
কবিতার যণত্রনাগুলি,
সাদা কাগজের উপরে কাল কালিতে লেখা
কবিতার কান্না?
এর কিছুই জান না তুমি।
তুমি কবিতা পড়, কাঁদ, হাস,
ভুলে যাও কবিতার লাইনগুলো।
কিন্তু কবিতা তখন কি করে
ভেবে দেখেছ কি?
কবিতারও প্রাণ আছে,
কবিতাও কাঁদে, হাসে,
কবিতার কান্নায় জ্বলে শুধু কবি,
এর কিছুই বোঝনা তুমি।
আমার কবিতায় সাঁতার কাট তুমি
আর আমি সাঁতার কাটি তোমার মনের সমুদ্রে,
লক্ষ-কোটি মাইল পাড়ি দেই এক ডুব সাঁতারেই
এর কিছুই জাননা তুমি।
তুমি আমায় বলেছিলে কবিতা লিখতে
আমি কবিতা লিখি
কবিতা লিখব।
তুমি শুধু নিয়েই গেলে, কিছুই দিলে না,
কবিতা শুধুই দিয়েছে আমায়, কিছুই চায় না,
কবিতাই আমার প্রেম, আমার ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




