আজ একটা কাজে গিয়েছিলাম নীলক্ষেত। ফুটপাত দিয়ে হাটতে হাটতে একটি বইয়ের দোকানে থামলাম। চোখ পরলো ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যারের সম্প্রতি রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক বই, "মুক্তিযুদ্ধের ইতিহাস"। বইটি আমার আগে পড়া থাকলেও হাতে তুলে নিলাম। মাত্র এক ফর্মার এই বইটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের সন্নিবেশ করা হয়েছে। ঝকঝকে ছাপার সুন্দর প্রচ্ছদের এই বইটির দাম সাধারনের হাতের একদম নাগালে। সাথে সাথেই একটি কপি কিনে ফেললাম। আমি নিশ্চিত এই বইটি কেউ একবার হাতে নিলে না কিনে নামিয়ে রাখবে না। এছাড়া এক নিঃশ্বাসেই বইটি শেষ করে ফেলা সম্ভব। ছোট-বড় সবার কাছেই বইটি ভাল লাগবে। বিশেষ করে যারা কিশোর- তরূণ, মুক্তিযুদ্ধ দেখেনি তাদের এই বইটি অবশ্যই পড়া উচিত। বইয়ের শেষে যে তথসূত্র দেয়া হয়েছে তাও অনেক মূল্যবান, ওগুলো ঘাটলেও অনেক কিছু জানা যাবে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে।
ওই দোকানেই পাশাপাশি দেখলাম আরও একটি বই রাখা আছে। দৈনিক প্রথম আলো এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, গ্রামীনফোনের যৌথ উদ্দোগে প্রকাশিত বইটি নাম, "একাত্তরের চিঠি"। আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রিয়জনদের কাছে যে চিঠিগুলো লিখেছিলেন, সেগুলোরই সঙ্কলন এই বইটি। এটিও নিঃসন্দেহে খুবই মহতি একটি উদ্দোগ। সুন্দর প্রচ্ছদ এবং উন্নত মানের কাগজে ছাপান বইটি হাতে নিলাম, উল্টালাম পাল্টালাম, খুব পড়তে ইচ্ছে হল। কিন্তু মনে চাইলেও পকেটে কুলালো না ! বইটির দাম খুব বেশি না হলেও ছাত্র বা স্বল্প আয়ের লোকেদের জন্য একটু বেশিই বটে। বইটি আমাদের সবারই পড়া উচিত, চিঠিগুলোর ঘটনা সবারই জানা উচিত। কিন্তু শুধু মাত্র দামের কারণেই বইটি অনেকে পড়তে পারবেন না। প্রকাশক কি চাইলেই পারতেন না বইটি আরেকটু সহজলভ্য করতে? বই প্রকাশের পেছনে একটা ব্যবসায়িক স্বার্থ থাকতেই পারে, তাতে দোষের কিছু নেই। কিন্তু বইটি যদি হয় দেশ নিয়ে, দেশের সূর্য্য সন্তানদের আবেগ নিয়ে, সে ক্ষেত্রে একটুখানি ছাড় দেয়া যেতেই পারে। এছাড়া মূল সংস্করণটা ঠিক রেখে স্বল্প আয়ের লোকেদের জন্য একটি স্বল্পমূল্যের সংস্করণ ও বের করা যেতে পারে। এতে করে আমাদের বা প্রকাশকের কোন ক্ষতি তো হবেই না, বরং এর চেয়েও অনেক বেশি লাভ হবে আমাদের দেশের। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




