আসসালামু আলাইকুম ,সকল সামহোয়ার ইন ব্লক সদস্যদের জানাই মাহে রমজানের আগমণ বার্তা সকল ভাই -বোনদেরকে জানাইতেছ। আপনারা সবাই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে চলবেন । আল্লাহ পাক বলেন -হে ঈমানদার গণ !তোমাদের উপর রোজা ফরজ করা হইয়াছে ,যে রূপ ফরজ করা হইয়াছিলো তোমাদের পূর্ববর্তী পুরুষ গণের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার ।
আল্লাহ পাক আরো বলেন - বান্দা আমাকে খুশি করার জন্য রোজা রাখে আমিই এর প্রতিদান দেব।
আর যারা আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের কঠিন আজাবে নিক্ষেপ করবে।
এই মাহে রমজান মাসে এমন একটি রাত্রি আছে যে ব্যক্তি ঐ একটি রাত্রি আল্লাহ পাকের এবাদতে মগ্ন থাকবে আল্লাহ পাক তাকে শিশু সন্তানের মত নিষ্পাপ করে জান্নাতে প্রবেশ করাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমান ভাইদের সেই রাত্রে এবাদত করার তৈফিক দান করেন সকলেই বলুন(আমীন)
এই মহত্ত রাত্রি রমজান মাসের কোন তারিখ এই নিয়ে মুফাস্সিরে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে----
কেউ কেউ বলেন ২০ রমজানের পর থেকে প্রত্যেক বিজোড় রাত্রি অর্থ্যাৎ ২১,২৩,২৫,২৭, ২৯ এই পাঁচ রাত্রি শবেকদর বা লাইলাতুল কদর।
আবার কেউ কেউ বলেন-- ২৭ রমজান লাইলাতুল কদর ।
মোঃ নজরুল ইসলাম , ঢাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



