রক্ত একটি করবীর নান্দণিক সৌণ্দর্য্য প্রকাশের অনন্য নাম
রক্ত যে কোন চেতনাকে সমূন্নত রাখার সর্বাধিক দাম।
ভালবাসা কোন এক নিঃস্বের নিমিষে রাজা হবার স্বপ্ন
ভালবাসা কখনো এক রাজাধিপতির সর্বশান্তের ছাড়পত্র।
অভিমান যেথায় দুই প্রেমিক হৃদয়ের বিনি সুতার মালা
অভিমান আবার বয়ে আনে সেথায় শুধু-ই হেলা ফেলা।
তুমি যখন হলে আমার কাছে বেঁচে থাকার মূল মম্ত্র
সেই তোমাকে-ই ভালবেসে আজ আমি শরতের শ্রীকান্ত।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




