আমার কিছু কথা ছিল কেবলই তোমায় বলার...
যেই না আমি মুখ তুলেছি কথা গুলো তোলিয়ে গেল...
আমার খুব প্রিয় দুটি লাইন...আর প্রিয় শব্দ কথা...আমার একটা গুণ আছে আমি অনেক ক্ষণ কথা বলতে পারি...তবে আমি মোটেই বাচাল গোছের কেউ না। আমার যাদের ভাল লাগে অথবা যখন আমার ভাল লাগার মত কারন থাকে শুধু মাত্র তখনই কথা হয়তো একটু বেশি বলি। কথা বলেই তো জীবনের বেশির ভাগ সময় কেটে যায় তাই না? কথার পিঠে কথায় জড়িয়ে সম্পর্ক তৈরি হয়, আবার কথায় কথায় কষ্ট দেওয়া, কথা দিয়ে কথা না রেখে কত সম্পর্কের টানাপোড়ন , এই মায়াজালতো কথাতেই বোনা। কথা বলার এই শক্তি দেওয়া হয়েছে মনের নিগূঢ় সব ভাবনাকে প্রকাশ করার জন্য অথচ চালাক মানুষ কত সহজে কথার ভাজে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে।ভাবনাগুলো বুকে জমে জমে দম বন্ধ হওয়ার দশা তারপরও মুখ খুলবে না। অবশ্য সেই অব্যক্ত কথা বুঝার মানুষ থাকলে তাকে ভাগ্যবান বলা হলেও কম বলা হবে।
সে যাই হোক, আমি শুধু আমার নিজের কথাই বলতে পারি।এমনিতে আমার অস্থিরতা আর প্রাণচঞ্চলতার কোন কমতি নেই।আমায় দেখে বুঝার উপায় নেই কত বিশাল এক পাহাড় গড়ে চলেছি প্রতি নিয়ত নিজের মাঝে। হয়তো কেউ কখনো জানবে না, কিছু কথা চেঁপে গেলে যদি কাছের মানুষেরা সুখী হয় তবে তাই হোক। কিন্তু তাই বলে যে আমার পিছুটান থাকবে না তাতো হয়ে ওঠে না। কারণ সব কিছুর পরও আমি আমার একটা সত্তা তার ভাবনাগুলোকে আমি কিছুতেই অস্বিকার করতে পারি না তা যত অস্বাভাবিক হোক, নিরথর্ক হোক।বর্তমানকে সর্বস্ব করে বাঁচা আমি তারপরো অতীতের এখন-তখনের মাঝে আটকে পড়ি। তখন নিজেকে বুঝতে খুব কষ্ট হয়, কি চাই আমি? কতটুকু চেষ্টাই বা করচ্ছি সম্ভব আর অসম্ভবের মাঝে বিভেদ বুঝতে। কিছুই যে হয়না মন মত।সব কিছু থেকে ইতি টানতে ইচ্ছে হয় কিন্তু পারি না। এতটা দুঃসাহস হয়তো এখনো হয়নি।
নিজের ভাবনাগুলোকে আরো ভাল ভাবে বুঝে উঠতেই ব্লগে একটা একাউন্ট খুলে ফেললাম। আগেই বলছি ( সাহিত্য ! গুণ !) বিচার করে কেউ খুঁটিয়ে পড়তে চাইলে কিন্তু আশাহত হতে হবে। নিছক খেয়ালের বশেই নিজেকে বুঝে উঠতে লিখছি।
......................................................................................................
খবরটা জেনে আমার খুশি-অখুশির কোন কারণ থাকার কথা না।কারণ তেমন হওয়ার অধিকার আজ হয়তো কারোর নেই। কিন্তু আমি বুঝতে পারছি খুব ভীষণ ভাবে একটা অভাববোধ হচ্ছে। অথচ এই মুহুর্তে এই সব মানসিক আবেগের মারপ্যাঁচে পড়ার আমার কোন সময় নেই। তারপরও সব ব্যস্ততার মাঝে কেন যে বহতা অতীত ইনিয়ে-বিনিয়ে ঢুকে যেতে চাইছে। আর বাইরের দমকা হাওয়া-বৃষ্টিরও কোন ক্লান্তি নেই, আজ সারা রাত আমাকে ভাসিয়েই ছাড়বে দেখছি...
১৯।০৮।০৯
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




