আগের রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুধুময় ভাষণ শুনছিলাম। খারাপ লাগেনি। অনেক কিছু জানতে পারলাম। শুধু জানলাম না তার নেতিবাচক দিকগুলো। তবুও ভালো, ভালো খবরে আমরা থাকতে চাই।
কিন্তু সকালে ঘটলো বিপত্তি। আগের রাতে শুনলাম বিদ্যুতের বহুত উন্নতি হয়েছে। তাই এ মহাশীতের সময় নিশ্চয় লোড শেডিং হবে না। হওয়ার কথাও না।
চারদলীয় জোট সরকার, যারা আওয়ামী মহাজোটের ভাষায় চোর। তাদের আমলে এ রকম ঘটনা মনে করতে পারছিলাম না।
আজ সকালে ঘুম ভেঙে দেখি, কারেন্ট নেই। আমি ভাবলাম বাল্ব নষ্ট বুঝি। অন্য ঘরের বাল্ব জেলে দেখলাম , না এটা ডিজিটাল তেলেসমাতি। প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
কন কনে শীতে লেপ থেকে বের হতে যেখানে কষ্ট সেখানে সরকারের লাইনে কারেন্ট নেই। কি মুছিবত বলেন তো।
প্রধানমন্ত্রী তো বলেন, খালি খালি লোকে তাদের গালি দেয়। কিন্তু এ রকম হলে তো আদর করে ডাক মারার কোনো উপায় থাকবে না। চার বছর গেলো, এখনো চারদলীয় জোটের সমস্যা টেনে বেড়াচ্ছেন বলে পার পাওয়ার চেষ্টা করছেন মহাজট সরকার।
এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি? কারো কাছে থাকলে জানাইয়েন!
নইলে নিশ্চিত ধরে নিবো মহাজট সরকারের জট লেগেছে্ । এ জট আগামী নির্বাচনে জনগণের ভোটের অধিকার দিয়া ভাঙতে হবে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



