ভালো আমাদের টানে না, শুভ সুন্দর কিছুতে আর আরাম পাই না আমরা। কী ভয়ানক মানসিক রোগী আমরা দিনদিন হয়েছি দুদিন থেকে সেটাই ভাবছি।
মন্দ কিছুতে, অন্যের কাপড় খুলে ফেলায় আমাদের এই আগ্রহ কেন? নিজেরা মানসিক ভাবে এতোটাই দীনহীন হয়ে গেছি যে কারো ভালো নয় তার মন্দে, অনিষ্টে মন নেচে উঠে।
কেন?
নিজেরা ল্যাংটা বলেই কি আমরা অন্যদের ল্যাংটা দেখতে চাই? প্রাণপণে অন্যের লুঙ্গি খুলে ফেলতে চাই??
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



