সালমান শাহ!
দেশের চলচ্চিত্রে নতুন একটি ধারার সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। ছবিতে তাঁর উপস্থিতি মানেই ছিল নিশ্চিত সাফল্য, প্রেক্ষাগৃহে উপচে পড়া দর্শকের সরব উপস্থিতি। জনপ্রিয়তার তুঙ্গে ছিল তার অবস্থান।
আমরা ছিলাম বন্ধু। কৈশোর এর সময়টায় আড্ডা, কোচিং, ক্রিকেট খেলা সবই একসাথে। উত্তরা ফ্রেন্ডস ক্লাবে মাঠে ছিল আমাদের শেষ একসাথে ক্রিকেট ম্যাচ খেলার স্মৃতি।
নায়ক হবার পর ওর সঙ্গে যতবার দেখা হয়েছে ততবারই সেই পুরনো ইমন। কোন বদল হয়নি ওর। কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত ছবির একটি দৃশ্যে মোসুমীকে সে কোলে তুলে নিয়েছিল। আমরা দেখা হলেই এটি নিয়ে ওকে রাগাতাম সবচেয়ে বেশী। ক্যাম্নে তুললি বল। খুব মজা করতাম। কারণ সে তখনো ছিল ছিমছাম আকৃতির অথচ মৌসুমীকে ওর তুলনায় বেশ মোটাই মনে হয়েছিল। তো এই নিয়ে চলতো আমাদের হাসিঠাট্টা।
ওর সঙ্গে শেষ দেখা হয়েছিল উত্তরাতে।
সেদিন সে সহ শাবনাজ একটি ছবির শুটিং করছিল।
আমার সঙ্গে আরও কয়েকজন বন্ধু বান্ধব ছিল। সবাই আমাকে অনুরোধ করছিল, কিরে তোর দোস্তের শুটিং হচ্ছে আয় ঢু দিয়ে যাই। আমি ওদের অনুরোধেই খবর পাঠালাম ওকে। লোকজন এসে আমাদের সবাইকে খাতির করে উপরে নিয়ে গেলো। নায়কের বন্ধুরা বলে কথা।
সেটে গিয়ে দেখি বাসর রাতের শুটিং চলছে।
মান অভিমান এর দৃশ্য। জামাই খাটে এবং বৌ নীচে শুয়ে আছে। বাতাস টাতাস দিয়ে ঝড়টড় তৈরি করা হয়েছে। চারপাশে নানা ধরনের লোকজন, টেকনিশিয়ান, সহ অভিনেতা।
সে ব্রেক নিয়ে শুটিং ছেড়ে বারান্দায় এসে আমাদের সঙ্গে দাঁড়ালো। আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। দুই বন্ধুতে কিছুক্ষণ কথা হল। আমি রাগালাম ওকে। কিরে নায়িকা নিচে কেন? কি করছোস- জাতীয় নির্দোষ ফানি কথাবার্তা।
ও বলে, কইস না দোস্ত। এইসব হল শুটিং!!
এক সাথে দুজনেই সিগারেট খেলাম। তারপর চলে এসেছিলাম। সেটাই ছিল ওর সাথে আমার শেষ দেখা। তার ক’দিন পরেই আমি ওর মর্মান্তিক বিদায়ের খবর শুনি! রহস্যজনক এক মৃত্যু, যা মোটেই গ্রহণযোগ্য নয়। সেটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্র।
আজ এতদিন পরেও বন্ধুর জন্য মন খারাপ হয়।
বিষণ্ণ হয়।
বহুবছর হল ইমন নেই! খুব ভালো লাগে যখন দেখি দেশের মানুষ বিশেষ করে একটি প্রজন্ম ওকে ভালোবাসে, সেই ভালোবাসার তীব্রতা বোঝা যায় প্রতি বছর ওর চলে যাবার দিনে। কতভাবেই ওর কথা মনে করে। নব্বুইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক ছিল সালমান শাহ। তুখোড় অভিনেতা, স্টাইলিশ এই বন্ধুটির আত্মার মাগফেরাত কামনা করি।
আল্লাহ ওকে শান্তিতে রাখুক।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৩ দুপুর ১২:২৪