
আজ মহান বিজয় দিবস উপলক্ষে ঘুড়ি স্কুলের শিশুদের সাথে ছিলাম আমরা। দুপুরের পর থেকে তারা সবাই সেজেগুজে আসতে থাকে স্কুলে।
আমরা একসাথে মুক্তিযুদ্ধের সিনেমার কিছু অংশ দেখলাম। জাগরণের গান শুনলাম। স্বাধীনতা যুদ্ধ, এর ইতিহাস ও বিজয়ের দিনের কথা বললাম আমি। স্কুলের প্রধান শিক্ষক এক্টিভিস্ট শিমুল আহমেদ শিশুদের কে মুক্তিযুদ্ধের দিনের কথা শোনালেন। কিছু ডকুমেন্টরি দেখলাম ইউটিউবে। সেই সময়ে আমাদের শিশুদের জন্য কেমন অসহনীয় ছিল তা জানলাম আমরা। আয়োজনে উপস্থিত ছিল সিনিয়র টিচার কুলসুম আক্তার। ঘুড়ির প্রোগ্রাম সহকারী আয়না আখতার।
ঘুড়ি ইশকুল এর উপদেষ্টা পরিষদ সদস্য সাদাত আহমেদ এর প্রতিষ্ঠান SAS Darbar Express এর সৌজন্যে আজ মহান বিজয় দিবসে ঘুড়ি ইশকুল এর ছাত্র-ছাত্রীদের জন্য খাবার আয়োজন। ঘুড়ি স্কুলের শিশুদের জন্য এ আয়োজনের জন্য সাদত আহমেদ ও SAS দরবার এক্সপ্রেস এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।
বিজয় দিবস আনন্দে কাটুক।
ঘুড়ি পরিবারের জন্য দোয়া করবেন, শুভকামনা রাখবেন যেন শিশুদের সাথে আমরা থাকতে পারি, তাদের অধিকার ও তা সুরক্ষার জন্য কার্যক্রম অব্যাহত রাখতে পারি।
ধন্যবাদ।
নীলসাধু
প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান
এক রঙা এক ঘুড়ি
ঘুড়ি ইশকুল
SAS Darbar Express চ্যানেলের ইউটিউব লিংক










সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



