
এবারেও ব্লগ ডে পালিত হলো না, আমরা ব্লগাররা শেষ কবে পিকনিক/বনভোজনে গেছি তা মনেই নেই। এই শনিবারেই (ডিসেম্বর ৩০) একটা আড্ডা হয়ে যেতে পারে। আমরা যারা ঢাকায় আছি/আছেন তারা মিলে গল্প-গুজব করলাম। পাশাপাশি আলাপ আলোচনা করে জানুয়ারিতে একটা বনভোজন আয়োজন করা যায় কীনা তা দেখি আমরা।
আর আসছে বইমেলা, তখন একটা ব্লগার গেট টুগেদার হলো।
এর মাঝে যদি ব্লগ কর্তৃপক্ষ ব্লগের যে প্রকাশনাটি নিয়ে কাজ করছেন তা ছাপানো হয়ে যায় সেটা নিয়েও একটা প্রকাশনা আয়োজন হতে পারে।
একটু নড়াচড়া না করলে হচ্ছে না দেখছি।
মতামত দিন।
এটিকে প্রস্তাবনা পোষ্ট ধরে নিতে পারেন। বেশিরভাগ সহ লেখকদের পজেটিভ রেসপন্স পেলে আমরা এগিয়ে যাবো আমরা।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



