আমার দেখা প্রিয় ব্যক্তিত্ব আপনি, দাদা ❤❤
এবং সুখী মানুষ। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য৷
এমন অনেক ভালোবাসায় ভরা বার্তা পাচ্ছি।
কৃতজ্ঞতা অশেষ।
♡♥♡
আমি জানি আমি কি করছি। ভালো মন্দ ন্যায় অন্যায় নৈতিকতা এসব নিয়ে আমি নিয়ত ভাবি। চলার চেষ্টা করি একজন শুদ্ধ মানুষ হয়ে। নিন্দা মন্দ যা পেয়েছি আমি মনে করি তা নিতান্তই তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে। আমার শত্রু আছে এটা আমি মনে করি না কারণ শত্রুতা হতে পারে এমন কিছুতে আমি জড়াইনি। কারো ক্ষতি করিনি। তবু কিছু মানুষ হয়তো আছে যারা সাধুকে পছন্দ করেন না, স্বাভাবিক!
আমি যা পেরেছি তা আপনি পারেননি শুধু এ কারণে আমাকে হিংসা করা কি ঠিক?
মানুষকে ভালোবাসুন।
প্রকৃতি ও প্রাণীকুলের প্রতি সদয় থাকুন। ভালোবাসা ফেরত আসবে লক্ষ কোটিগুণ হয়ে। তখন আর নীলসাধুকে হিংসা করতে হবে না।