
অন্তর্গত বেদনায় কখনো তপ্ত হয় না ময়ূরাক্ষী নদীর জল!
স্বচ্ছ স্ফটিকের মতন সে জলে ভেসে বেড়ায় স্বপ্ন পানকৌড়ির দল!
তাদের স্পর্শ করে না জাগতিক সুখ দুখের জপমালা! অনন্ত অসীমের সাথে তাদের সখ্য, কচুরিপানার ঝাঁকে বসে ভেসে চলা, উদ্দাম- বন্ধনহীন উড়ে চলা; মাঝে মাঝে মাছরাঙ্গাদের সাথে লুকোচুরির ছলে ভেসে বেড়ানো!
আহা জীবন!
ইচ্ছে করে পানকৌড়ির মতন অবেলায় অবহেলায় জীবনটাকে কাটিয়ে দিতে!!
নীলসাধু
ছবি/সংগ্রহ
মন্তব্য বিষয়ক কৈফিয়ত:
নিজের লেখালিখি প্রকাশের জন্য আমি এই প্রিয় প্ল্যাটফর্মে সময় দেই।
সঙ্গত কিছু কারণে আমার পোষ্টে সহ-লেখক/ব্লগার দের মন্তব্য করার অপশন বন্ধ রেখেছি, আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



