
আজ বিকাল ৪টার পর হতে আমরা ঘুড়ি রা আছি রমনায়, ঢাকা ক্লাবের পর যে রমনার গেট সেটা দিয়ে প্রবেশ করলেই আমাদের পাওয়া যাবে।
নিমন্ত্রণ রইলো সবার।
এলে দেখা হবে, কথা হবে-
..............................................................
ঘুড়ির এই ইভেন্ট একেবারেই নির্মল আড্ডার আয়োজন।
আমরা সবাই মিলিত হই। এক জায়গায় বসি।
একে অন্যের খোঁজ খবর নেই।
ঘুড়ির স্বেচ্ছাসেবী সদস্য ছাড়াও আমাদের কবি সাহিত্যিক বন্ধুরা যোগ দেয়।
যারা ছবি তোলে তারাও আসেন। আমরা সবাই মিলে ছবি তুলি। লেকের জলে কৃষ্ণচূড়ার ছায়া দেখি। বাদাম বুট চটপটি যা আসে বা পাই তা কিনতে থাকি এবং খেতেও থাকি।
এবং অবিরাম আড্ডা চলতে থাকে। এসবের মধ্যে কাজের কথা বার্তা একেবারেই থাকে না।
.
যোগ দিতে পারেন আপনিও। ঘুড়িদের সাথে এবং কৃষ্ণচূড়ার সাথে সময় কাটিয়ে যেতে পারেন।
প্রয়োজনে কথা বলুন ঘুড়ি সদস্য/স্বেচ্ছাসেবীদের সাথে।
❤
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৪ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


