কয়েকদিন ধরে মাথায় ক্যারা উঠছে একটা ট্যাবলেট কেনা লাগবে। সত্য বলতে পকেটে কোন টাকা নাই; কিন্তু শখের শেষ নাই টাইপের অবস্থা।

আমার অবশ্য কয়েকদিন পরপর এমন এক একটা জিনিষের শখ উঠে, আবার দুইদিন পর তা হাওয়া হয়ে যায়। হাওয়া না হওয়া পর্যন্ত আমি এর পিছে দৌড়াতে থাকি। প্রতিবারই মনে হয় টাকার ব্যবস্থা হয়ে যাবে; এবং হয়েও যায়। তবে দেখা যায় শেষ মুহুর্তে গিয়ে শখের থেকে জরুরী কিছু একটা সামনে এসে যায়।
এবারও তেমনই হয়েছে; যেই টাকা বাজেট করে টাকা ম্যানেজ করলাম, ঠিক সেই টাকাই ঘরভাড়া বাবদ দিতে হবে। সো কেনা হবে না! যাই হোক, সে অন্য প্যাচাল, আসল ক্যাচালে আসি।
তো ট্যাবলেট কেনার প্রথম ধাপে অনলাইনে প্রচুর প্রচুর ট্যাবলেটের কনফিগারেশন দেখলাম; দাম দেখলাম। বাজেট ও কনফিগারেশন অনুযায়ী মোটামুটি ৫/৬টা ট্যাবলেট ট্রাক ডাউন করা হলো।
এবার পালা রিভিউ দেখার। ভিডিও রিভিউ! বিমানে, বিমান বন্দরে, অফিস থেকে ফেরার পথে গাড়ি চালাতে চালাতে, রিভিউ অন করে টয়লেট করতে করতে ইত্যাদি ইত্যাদি করতে করতে অনেক ঘন্টা রিভিউ দেখলাম। মাঝে মধ্যে মনের কোনে একটা রিভিউ চ্যানেল ও রিভিউ সাইট তৈরীর ইচ্ছাও জাগলো।
যাই হোক; শেষ পর্যন্ত মাত্র ৪টা ট্যাবলেট সিলেক্ট করা হলো। যাদের দাম বাংলাদেশী টাকায় ৩০-৬০ হাজার টাকার মধ্যে। কেউ হয়ত ভাবতে পারেন যে বাজেটের এত বড় ব্যবধান কেন। সহজ উত্তর, কোন কোন কম্পানি ৩০হাজারে যা দেয়, অন্য কম্পানি ৫০ হাজারেও তা দেয় না বা দিতে পারে না।
যাই হোক, শেষ ধাপ হচ্ছে নিজে থেকে যাচাই করা। লুক দেখা এবং সিদ্ধান্ত নেওয়া। এটাকে শেষ ধাপ বলছি, কারণ আমি জানি যে আমার এটা কেনা হবে না। যদি কেনা হতো, তাহলে ওটাই শেষ ধাপ হতো।
শেষ ধাপের কাজ করতে চলে গেলাম জারির বুকস্টোরে। সৌদী আরবে জারির হচ্ছে এসব জিনিষ কেনার জন্য সবচাইতে নিরাপদ জায়গা। সমস্যা হচ্ছে এখানে পুরান মডেলের জিনিষ পাওয়া যায় না। গতকাল দেখলাম আইফোন ১২ এর কোন ভার্সনই আর ডিসপ্লেতে নাই (অল্প কিছু ব্রাঞ্চে থাকতেও থাকতে পারে)! অনলাইনে অর্ডার দেওয়া যাবে শুধু।
শেষমেষ সিদ্ধান্ত হলো কিনলে শাওমি ট্যাব ৫ কেনা হবে। যেহেতু কাজ শেষ, তাই ঘরে ফেরার পালা। ঘরে ফিরতে গিয়ে চোখে পড়লো নোকিয়া ট্যাব ২০ এর দিকে। এত এত ট্যাব দেখলাম, কোথাকার কোন এলকাটেলও দেখলাম, কিন্তু নোকিয়া আগে কেন দেখলাম না সেটা চিন্তা করতে একটু কষ্টই লাগলো।
তাই দাড়িয়ে গিয়ে হাতে নিলাম; দাম বেশী না, ১৫,০০০ এর কাছাকাছি। ভাবলাম আরেহ, এত কমে নোকিয়া দিতেছে; দেখি চালু করে।
স্ক্রীণ আনলক করতেই মনে হলো সেই ২০১১ সালে প্রথম যে এন্ড্রয়েড সেট নিয়েছিলাম সেটার কথা! পুরা ডাজাইনই কেমন যেন অন্ধকার অন্ধকার টাইপের। ভাবলাম হয়ত এন্ড্রয়েড ৭/৮ ভার্সন দেওয়া। সেটিংসএ গিয়ে দেখি ১১! পাশেই এলকাটেল এর এন্ড্রয়েড ৯ দেওয়া ট্যাব, সেটা চালু করে দেখি দেখতে খারাপ লাগে না; কিন্তু নোকিয়ার এই দশা ক্যারে?
একটা সময় কথা চলতো 'সেট কিনলে নোকিয়া, প্রেম করলে পরকি.......!'
সেই নোকিয়া হারিয়ে গেছে। বারবার ফিরে আসতে চেয়েও ব্যর্থ হয়েছে (আমার এক্স গার্লফ্রেন্ডের মত)!
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



