বাংলাদেশ এর মানুষ এখন কি খাচ্ছে ??
যাই খাক তার মধ্যে ফরমালিন, কার্বাইড থাকছেই ।।
দেশের কোনও জায়গার ফল মুল , শাক সবজি সব কিছুই ফরমালিন দিয়ে বা অন্য কোনও রাসায়নিক উপায়ে বাজার জাত করা হচ্ছে ।।
মাছ মাংস তাজা করে রাখার জন্য বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশান হচ্ছে
ব্যবসায়িরা তাদের সামান্য লাভ এর জন্য দেশের সকল মানুষ এর স্বাস্থ্য কে মারাত্মক ঝুকির মধ্যে নিয়ে যাচ্ছে ।।
আমরা সাধারন মানুষ এখনো এর ভয়াবহতা বিষয় এ সচেতন হচ্ছি না বা একে যথেষ্ট গুরুত্ত দিচ্ছি না ।। aids এ আফ্রিকার যে অবস্থা হয়েছে ঠিক তেমনি বাংলাদেশও একি রকম বিপর্যয় এর মধ্যে পরবে তা নিশ্চিত ভাবে বলা যায় ।।
সরকার এই ব্যাপারে নিরব ।। কোনও কার্যকর ব্যবস্থা সরকার এখনো নেই নি ।।
খাদ্য ভেজাল এর জন্য মৃত্যুদণ্ডের বিধান দেয়া উচিৎ ।। সামান্য জেল জরিমানা করে কোনও লাভ নেই ।। শাস্তি তা দেখে অনেক বড় মনে হলেও এ ছাড়া কোনও গতি নেই ।।
খাদ্য ভেজাল নিয়ে এখনি বড় রকম সচেতনতা আর উপজুক্ত বেবস্থা না নিলে আর ১০ বছর এর মধ্যে দেশের প্রতিটি ঘরে cancer আক্রান্ত লোক থাকবে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




