লেখা চুরির জন্য রাইট ক্লিক বন্ধ করেছে কিন্তু এটা একটা বড় সমস্যা সৃস্টি করেছে।
লিংকে রাইক ক্লিক করে ঐ উইন্ডোটা খোলা যেতো...এখন যাবেনা। এটা খুবই বিরক্তিকর ।
এখন লেখা লিখে প্রকাশ করার সময় কপি করে রাখতাম কারন যদি প্রকাশের সময় নেটে সমস্যায় পেজে সমস্যয় লেখাটা হারিয়ে না যায়... এখন সেটা হচ্ছে না।
এটা না থাকলে ব্লগে লেখা বা পড়ার মজা থাকবে না।
প্রতি বার একটা নতুন উইন্ডো খুলে নিতে হবে নয়তো বা একটা ব্লগ পড়ে আবার পেছনে গিয়ে আবার আরেকটা ব্লগে ক্লিক করে সেটা পড়তে হবে???
লেখা চুরি খুব একটা বড় সমস্যা না... এর জন্য এতো অসুবিধা হলে ব্লগে অবশ্যই ব্লগারের কায`কলাপ কমে যাবে।
*** অনেকেই সহজে বাংলা লেখার জন্যই সামুর একটা পেজে বাংলা লিখে সেটা কপি করে অন্য সাইটে ব্যবহার করে.... এখন করতে পারবেনা।
রাইট ক্লিক বাদ দেয়ার সিদ্ধান্ত খুবই বোকামি একটা ভাবনা... এটা বাদ দিন
সামুতে মাসে বা বছরে হাজার হাজার লেখা আসছে.... তা থেকে কয়েকটা যদি কেউ কপি পেস্ট করেও সেটা খুব একটা সমস্যা না।
আমার রেসিপি একবার ফেসবুকে রান্নার ব্লগে পুরাই কপি করে দিয়েছে। আমি যখন ঐ লেখককে জিঙ্গাসা করে ম্যাসেজ দিয়েছি তখন তিনি আর উত্তর দেয় নাই।
আশা করি ব্লগের কতি`পক্ষ এই হাস্যকর সিদ্ধান্তের থেকে সরে আসবে। নতুবা ব্লগে আমার মতন অনেকেই কম আসতে বাধ্য হবে।
সম্ভব্য সমাধান::: -- যারা তাদের লেখা চুরি ঠেকাতে চাইবে... তারা তাদের লেখাকে ছবির ফরমেটে লিখবেন....
কারন না হলে পেজের view-souce:www.somewhereinblog.net/neoblog/30218338 এ গিয়ে সবাই কপি করতে পাবেন এবং ফেসবুকে দিতে পারবেন।
তাই পিকচার ফরমেটে জলছাপসহ লেখা প্রকাশের ব্যবস্তা করুন...
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪