ব্লিচ বা অন্য ক্যমিক্যেলের চেয়ে কম ক্ষতিকর এবং কম দামী তেল দিয়েই কিন্তু পানিতে থাকা মশার লাভ`া মারা যায়।
মশার লাভ`া কিছুক্ষন পর পর পানির উপর থেকে শ্বাস নেয়। সেটা বন্ধ হয় যদি ঐ পানির উপরে একটা তেলের আবরন থাকে।



নিচের ভিডিওতে দেখতে পারবেন।
আপনার বাড়ীর পাশেই অল্প তেল দিয়েই ড্রেনের বা অন্য কোন জমে থাকা পানিতে যেখানে মশা ডিম পেড়েছে এবং লাভ`ার আছে তাতে মশার বংশ বিস্তার বন্ধ করতে পারবেন।
আমার মনে হয় তেল দিয়ে পরিবেশের ক্ষতি কম হবে। ব্লিচ বা অন্য কোন ক্যেমিকেল্যে আরো বেশি পরিবেশের ক্ষতি হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




