অনেকদিন ধরেই ভাবি ব্লগে লিখবো, ইচ্ছা থাকলেও সময় করে উঠতে পারিনা। এই শুরু করবো শুরু করবো করতে করতে আজ করেই ফেললাম। শুরুতে হয়তো উচিৎ ছিল সবাইকে একটি আগমনী বার্তা দেওয়া। কিন্তু সেটা না করে আমি শুরুতেই বিশাল এক পোস্ট দিয়ে বসলাম, আর এখন জানাচ্ছি আগমনী বার্তা
ব্লগিং জগতের বড় বড় যত ব্লগারের জন্ম হয়েছে, সবাই স্যমুহয়ারে টিপ সই দিয়ে গিয়েছেন। এ জন্য এই পরিবারের একজন সদস্য হতে পেরে অনেক ভালো লাগছে। লেখা কেমন হবে জানিনা, কিন্তু প্রতিদিন লেখার চেষ্টা করবো।
সবাইকে আমার আগমনী শুভেচ্ছা রইলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




