
এই পোস্টটি এখন থেকে প্রায় ৬৫ বা ৭০ বছর আগে বা ১৯৫৫ থেকে ১৯৬০ সালের ভিতরের হজের কিছু দুর্লভ ছবি দেয়া হল ।তখনকার সময় বিভিন্ন দেশ থেকে মুসলিমরা কিভাবে হজ করতেন বা যেতেন এবং নামাজ পড়তেন তারপর তারা কোরবানী কিভাবে দিতেন এবং মক্কা শরীফ কেমন ছিল এরকম নানান বিষয় ছবি গুলোর মাধ্যমে তুলে ধরা হল এই পোস্টের মাধ্যমে। যদিও এগুলো আমার নিজের তোলা ছবি না,ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি । ছবিগুলো দেখে ভালো লাগল তাই ব্লগে শেয়ার করলাম।

এখানে দেখা যাচ্ছে তখন তারা নদী পথে বা সাগর পথে যে স্টিমার বা পানি জাহাজ দিয়ে হজে যেতেন সে জাহাজ থেকে তারা নামছেন ।

এটা মনে হচ্ছে তখনকার দিনের ছোট উড়জাহাজ ।

এখানে দেখা যাচ্ছে তখন তারা কিভাবে হজ ক্যাম্পে রান্না করতেন তার ছবি ।

এখানে তারা প্রচন্ত রোদে ছাতা মাথার উপরে ছায়া দিয়ে বসে আছেন ।



এটা সম্ভবত তাদের হজ মাঠে চলাফেরার ছবি।





করা হতো ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




