কিরঘিজিস্তানের সরকার বিরোধী বিক্ষোভকারীরা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা করে উপ-প্রধানমন্ত্রীসহ কয়েক জন পদস্থ কর্মকর্তাকে আটক করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তালাসে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা করে উপ-প্রধানমন্ত্রীকে আটকে রেখেছে।
কিরঘিজিস্তানের বিরোধী দলীয় নেতারা জনগণের মৌলিক অধিকার লংঘন, স্বেচ্ছাচারিতা ও অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ি করছে।
কিরঘিজিস্তানে মার্কিন ঘাঁটি থাকার পরও জনগণ আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠলে যে পুলিশ মন্ত্রীও রক্ষা পান না, তা আবারো প্রমাণিত হয়ে গেল। অবশ্য আমাদের দেশেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীরা জনতার হাতে পিটুনী খেয়েছেন। এসব থেকে সাহারা খাতুনের শিক্ষা নেয়া দরকার আছে বলে অনেকেই মনে করছেন।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




