একটি লাল ফ্যাসিবাদী গল্প:
এক বার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেসনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ডায়মন্ড বল পেন আছে?’
সেলসম্যান মুখের উপর বলে দিল, “নেই” ।
চলে যাচ্ছেন । নিজেই ফিরলেন । জিজ্ঞেস করলেন, ‘অন্য কী বল পেন আছে?’
সেলসম্যান বলল, “অনেক আছে । পাওয়ার, সুলেখা, ব্রাইট ............।”
সৈয়দ মুজতবা আলি তাঁদের বুঝালেন, সেলসম্যানসিপ কী। যখন তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘ডায়মন্ড বল পেন আছে কি, তাদের বলা উচিত ছিল ডায়মন্ড নেই তবে পাওয়ার, সুলেখা, ব্রাইট ...........ইত্যাদি আছে।
ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না । সেলসম্যানরা লজ্জিত হল কিন্তু শিখল ।
কিছুক্ষন পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন । জিজ্ঞেস করলেন, “টয়লেট পেপার আছে?”
সৈয়দ মুজতবা আলির দীক্ষিত সেলসম্যান উত্তর দিল, “টয়লেট পেপার একটু আগে শেষ হয়েছে । তবে শিরীষ কাগজ আছে । দেব?”
মোরাল অফ স্টোরি: চিন্তা করে বিকল্প ব্যবহার করুন নইলে পাছার ছালও থাকবে না।
[সংগৃহীত]
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪৮