কয়েকদিন আগে ক্রিসমাসের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম উইন্ডজরে। এখন যদিও শীতকাল তবু মাঝে মাঝে বৃষ্টি হয়। এবৃষ্টিটা কাল হলো শেষে। ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম অনেক; আসার পথে পানিতে পড়ে সব শেষ!
কী যে কষ্ট হলো। নিজের টাকাই কেনা তো।
ভাইয়া বলেছে একটা কিনে দিবে। দেখি একটু পাম দিয়ে ডিএসএল কিনাতে পারি কিনা।
উইন্ডজর অনেক সুন্দর শহর। সারি সারি বাড়ি, রাস্তাগুলো কেমন এলোমেলো। শহর ছাড়িয়ে বের হলে ক্ষেত। গ্রীষ্মে আলু, সবজি, যব ইত্যাদি চাষ হয়; খামারগুলো তো আছেই। এখন অবশ্য শীতে বরফঢাকা। মাঝে মাঝে কয়েকটা চিরহরিৎ গাছ দাঁড়িয়ে। রাতের বেলা ফেরার সময় কেমন মায়া মায়া লাগলো। আহারে, শীতে কেমন ঠাঁই দাঁড়িয়ে।
জন মেয়ারের গান শুনছিলাম। নতুন এ্যালবামটা। ভালো লাগে।
আমিও একটা ছড়া লিখে ফেলেছি।
বরফ নেমেছে শস্যের মাঠে
মাঠগুলো চুপচাপ শীতে
রাত বয়েছে আঁধার ঘাটে
ঘাটে কেউ একলা হাতে
গাছগুলো বলেছে তারা ওগো ঘুমাই
মাঠের 'পরে বাতাস চড়ে আমি যাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




