আশ্বিনের কাঁদাজল ভেঙ্গে আমি পথ হাটি
গ্রীষ্মের রাজপথে মিছিল ভাঙা বিকেল, পিঠপোড়া রোদ
কিংবা শীতের তীব্রতা যখন হিমায়িত পাহাড়ের মতন
ফ্রিজ করে রাখে আমার সমস্ত অনুভব, আবেগ সত্ত্বা...
তখনও আমি পথ হাটি নিরন্তর
চেতন-অচেতনে যখন মন হয়ে যায় আগাছার বীজতলা
ডালপালা ছড়ায়, তারপর সবকিছু আয়ত্ব করে নেয়
কাশফুলশুভ্র দেহ, তুলোস্পর্ষ মন আর বর্ণিল অনুভূতি
তখনও আমি ভাবলেশহীন, অজানা বন্ধুর পথ
অমাবশ্যায় তৃপ্তির ঢেকুর তোলা ছায়াহীনের কর্কশ ধ্বনি
কেবলই উপেক্ষা করি, শশব্যস্ত আমি ছুটে চলি নির্ভার এক ফালি
বাতাসের মতন....
একটা নতুন গন্তব্য পাব বলে...
একটা নতুন দিগন্ত চাই বলে....
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




